SCORE

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলার সুযোগ বাংলাদেশের

‘আমরা তাদের কাছে ইতোমধ্যে আরেকটি প্রস্তাব দিয়ে রেখেছি। যদিও তারা এখনো সেটিতে সাড়া দেয়নি তবে আমরা অপেক্ষায় আছি তাদের উত্তরের জন্য।’

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল করার পর সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। এবার জানা গেলো কী সেই প্রস্তাব। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল করলেও বাংলাদেশের জন্য ত্রিদেশীয়-২০ সিরিজ খেলার সুযোগ রেখেছে অস্ট্রেলিয়া, যেখানে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও অংশ নেবে আরও একটি দল।

Also Read - রাতে মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ

গত বছরই দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০১৫ সালে সিরিজটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে দুই বছর পিছিয়ে ২০১৭ তে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ওই সিরিজ ১-১ সমতায় ‘ড্র’ হয়েছিল। এফটিপি অনুযায়ী এই বছরই অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল বাংলাদেশ দলের।

এই সিরিজে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিসিবিকে পাঠানো এক মেইল বার্তায় তারা জানায়, এই সিরিজের জন্য আগ্রহ দেখাচ্ছে না দলটির অফিশিয়াল ব্রডকাস্টার। সিরিজটি হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা হওয়ার কথা জানিয়েছিল সেসময়ের ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইন।

এবার জানিয়েছে ভিন্ন কথা। আগস্ট-সেপ্টেম্বরে ফুটবলের মৌসুম চলবে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের চেয়ে ফুটবলেই বেশি আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টার। ওই মৌসুমে এই সিরিজটি থেকে আর্থিকভাবে লাভবান হবে না তারা। যার কারণে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাতিল হলেও ২০২০ অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২০১৯ সালের শেষভাগে টি-২০ সিরিজ আয়োজনের সুযোগ রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যে সিরিজে অংশ নেবে তিনটি দেশ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশের এই ক্রিকেট-দর-কষাকষি কোথায় গিয়ে থামে, দেখা যাক!

আরও পড়ুনঃ আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর প্রোমোতে বিসিএসএ

Related Articles

ব্যানক্রফটের নতুন ‘ঘর’

পাপন কিংবা সাকিব নন, তারিখ জানাবেন হোয়ে

ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশ ঘোষণা

সিরিজ জিতেও রেটিং হারাল বাংলাদেশ

‘বল টেম্পারিংয়ের ভিডিও এডিটেড ছিল’