Scores

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শুরু মাশরাফিদের

camp-austrelia-bdcricteam

মোঃ সিয়াম চৌধুরী

আগাম বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রিসবেনের অ্যালান বোর্ডার ওভাল মাঠে টাইগাররা মঙ্গলবার কাটিয়েছেন বিশ্বকাপের দেশে ট্রেনিং ক্যাম্পের প্রথম দিন।

Also Read - দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

দলের সাথে যোগ দিয়েছেন বিগব্যাশে খেলার কারণে অনেক আগেই অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়া সাকিব আল হাসান। দেশের মাটিতে এতদিন ট্রেনিং ক্যাম্পে ছিলেন না দলের সহ-অধিনায়ক সাকিব।

ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন দলের ট্রেনার মারিও ভিলাভারায়ন। স্ত্রী সন্তানসম্ভবা বলে এতদিন দলের সাথে না থেকে অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে ছিলেন ভিলাভারায়ন।

তবে এখনও দলের সাথে যোগ দেননি তামিম ইকবাল। দলের সাথে অস্ট্রেলিয়ায় যাননি, একটু দেরীতে ঢাকা ছেড়েছেন রবিবার। ডা. ডেভিড ইয়াংয়ের কাছে অস্ত্রোপ্রচারের পর তামিম এখনও আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ৩টি বিশেষ ইনজেকশনের শেষটি নিয়ে তামিম ক্যাম্পে যোগ দেবেন ২৯ জানুয়ারি বৃহস্পতিবার। তবে এখনও তা নিশ্চিত নয় বলে জানা গেছে।

ব্রিসবেনে প্রস্তুতির প্রথম দিনে ফিটনেসের দিকেই বেশী লক্ষ্য ছিল ক্রিকেটারদের। সবাই জিম করেছেন প্রায় ২ ঘণ্টার মতো। হালকা রানিং করেছেন প্রায় সবাইই। ব্যাট-বল হাতেও ঘাম ঝরিয়েছেন বেশ কিছুক্ষণ।

২৪শে জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবার পর ২৬ তারিখ সেখানে পৌঁছেন টাইগাররা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে বেশ আগেই অস্ট্রেলিয়ায় এই যাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দুই সপ্তাহের ট্রেনিং ক্যাম্প-এর পাশাপাশি টাইগাররা ৯ ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব