Scores

অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর, মানতেই পারছেন না গম্ভীর

ভারতকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। ভারত শীর্ষে ওঠার বিপরীতে ভারত নেমে গেছে তিন নম্বরে। এজন্য র‍্যাংকিং পদ্ধতিকে তুলোধুনো করেছেন গম্ভীর।

অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর, মানতেই পারছেন না গম্ভীর-

গম্ভীর মনে করেন, দেশে তো বটেই, দেশের বাইরেও সবচেয়ে শক্তিশালী টেস্ট দল ভারতই। তাই অস্ট্রেলিয়াকে র‍্যাংকিংয়ের শীর্ষে দেখতে পেয়ে যেন কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছেন না তিনি।

Also Read - তামিমের লাইভে আসছেন ডু প্লেসি


তীব্র ক্ষোভ প্রকাশ করে গম্ভীর বলেন, ‘কোন দিক থেকে অস্ট্রেলিয়া এক নম্বর? দেশে ও দেশের বাইরে ভারতই সব থেকে কঠিন দল। ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডেও জিতেছে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও জিতে এসেছে। অনেক দেশই কিন্তু এভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।’

ভারতের দুই ধাপ অবনমনে দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। এ নিয়েও গম্ভীরের অসন্তোষ আছে। তবে মূলত ক্ষোভটা অস্ট্রেলিয়া শীর্ষে বলেই। দেশের বাইরে টেস্ট সাফল্য র‍্যাংকিং হালনাগাদের প্রক্রিয়ায় কতটা বিবেচনা করা হচ্ছে, সন্দেহ হয় গম্ভীরের।


সাবেক এই ওপেনার বলেন, ‘আমি পয়েন্ট ও র‌্যাঙ্কিং পদ্ধতিতে বিশ্বাসী নই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাই ধরা যাক- বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যে পয়েন্ট পাওয়া যায়, ঘরের মাটিতে টেস্ট জিতলেও ঐ একই পয়েন্ট! এমন হয় নাকি!’

র‍্যাংকিং তাই যাই বলুক, গম্ভীর নিজের দেশকেই রাখতে চান সবার উপরে। তিনি বলেন, ‘আমার মতে, ভারতই এক নম্বর টেস্ট দল। অস্ট্রেলিয়া এক নম্বর দল- এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়া তো ঘরের বাইরে খুবই খারাপ পারফর্ম করেছে। বিশেষ করে উপমহাদেশে তো খুবই খারাপ খেলেছে অস্ট্রেলিয়া।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মায়ের পরামর্শেই বাবাকে দাফন করতে যাননি সিরাজ

বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সিরাজ

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

বদলে যাওয়া নিয়মে সর্বোচ্চ পয়েন্ট সত্ত্বেও শীর্ষস্থান হারাল ভারত

কোহলিবিহীন ভারতকে সফল হওয়ার টোটকা জানালেন শোয়েব