
মাত্র ছয় বছর বয়সী ক্রিকেটারকে ভারতের বিপক্ষে টেস্ট দলে জায়গা করে দিল অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের জন্য দলে ডাক পাওয়ার পর আর্চি শিলার নামের খুদে এ ক্রিকেটার ইতোমধ্যে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দিয়েছেন অনুশীলনে।
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য বর্তমানে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরই মধ্যে দলে যোগ দিয়ে নিজের জার্সি বুঝে নিয়েছেন ৬ বছর বয়সী অজি ক্রিকেটার আর্চি শিলার।
অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের একজন একনিষ্ট ভক্ত শিলার। ক্রিকেটে আদর্শ মানা ওয়ার্নের মতো সেও একজন লেগ-স্পিনার। পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া যখন লড়ছিল ঠিক তখনই টেস্টের এ নতুন সদস্যকে দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
Australia’s newest Test squad member has his whites and is warming up with the rest of the Aussie squad at training. Learn his full story HERE: https://t.co/ctXeVwWwOL pic.twitter.com/4s2EFarMoN
— cricket.com.au (@cricketcomau) December 3, 2018
৬ বছর বয়সী ক্রিকেট পাগল শিলার হৃদরোগে আক্রান্ত। তিন মাস বয়সে প্রথমবারের মতো ছুরি-কাচির নিচে যাওয়ার পর থেকে ছোট্ট এ জীবনে এখনো পর্যন্ত তাকে মোট ১৩বার যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে।
মূলত, কঠিন রোগে ভোগা বাচ্চাদের নিয়ে অলাভজনক প্রতিষ্ঠানের ইচ্ছাপূরণের লক্ষ্যে কাজ করা একটি ক্যাম্পেইনের অংশ হিসেবেই শিলারকে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
Australia’s newest Test squad member, 6-year-old Archie Schiller, in his kit and ready for action at Adelaide Oval nets #AUSvIND pic.twitter.com/puSo1bZIbP
— Andrew Ramsey (@ARamseyCricket) December 4, 2018
চলতি মাসের ৬ ডিসেম্বর থেকে সফরকারী ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ সিরিজের সাদা পোশাকের লড়াই শুরু হলেও বক্সিং ডে টেস্ট অর্থাৎ.২৬ ডিসেম্বর থেকে শুরু হতে দু’দলের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টে অজি দলের সাথে দেখা মিলবে শিলারের।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার সাথে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের