Scores

অস্ট্রেলিয়া সফর নিয়ে এ কেমন ‘চাওয়া’ গাঙ্গুলির!

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি তবে এক ‘অদ্ভুত’ দাবিও করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে (সিএ) ।

করোনাভাইরাসের কারণে উপ-মহাদেশে কবে আবারো মাঠে ক্রিকেট ফিরে সেটি এখনো নিশ্চিত নয়। এশিয়া উপমহাদেশের মধ্যে বেশ ভয়ঙ্কর অবস্থানে আছে ভারত ও বাংলাদেশ। তবে ক্রিকেট দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে ইংল্যান্ডে। এমনকি বেশ ভালোভাবেই করোনা মোকাবিলা করেছে নিউজিল্যান্ডও। এ সপ্তাহেই অনুশীলনে ফিরছেন শীর্ষ ক্রিকেটাররা।

Also Read - ফাইনালে ‘অদ্ভুত’ নিয়মের হার এখনো পোড়ায় নিউজিল্যান্ডকে


সবার আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে সেজন্য ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন মেনে চলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। তবে এখানেই একটু দ্বিমত পোষণ করলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। অস্ট্রেলিয়া সফরে ভারতের ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময় কমানোর দাবি করেছেন তিনি।

“হ্যাঁ, আমরা সেই সফর নিশ্চিত করছি। ডিসেম্বরে আমরা অস্ট্রেলিয়া সফর করবো। তবে আমি আশা করছি আমাদের কোয়ারেন্টাইনের সময়কাল কিছুদিন কমিয়ে দেওয়া হবে। আমরা চাই না, খেলোয়াড়রা এত লম্বা সফর শেষে, টানা দুই সপ্তাহ হোটেল রুমে কাটিয়ে দিক। এটা খেলোয়াড়দের জন্য খুবই হতাশার হবে।”

সৌরভ এ অদ্ভুত দাবি চেয়ে বসেছেন মূলত দেশটির করোনা মোকাবিলার পরিস্থিতির কারণে। কেননা নিউজিল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড করোনা নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে আছে। ব্যতিক্রম কেবল মেলবোর্ন। তবে অবস্থা যেমনই হোক না কেন আমি আশা করছি খেলোয়াড়দের কোয়ারেন্টাইনের সময়কাল কমিয়ে আনা হবে এবং দ্রুতই আমরা খেলায় ফিরতে পারব।”

অস্ট্রেলিয়ায় করোনা নিয়ন্ত্রণ বেশ ভালোভাবেই করতে পারলেও সম্প্রতি মেলবোর্নে আবারো বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। তবে আপাতত এসব নিয়ে ভাবছেন না বিসিসিআইয়ের সভাপতি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা