Scores

অস্ট্রেলিয়া সিরিজেও ফেরা হচ্ছে না শহীদের

অস্ট্রেলিয়া সিরিজেও খেলা হচ্ছে না শহীদের

 

ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার মোহাম্মদ শহীদ। গত বুধবার (২১ জুন) মিরপুর একাডেমি মাঠে ছোট রানআপে ৩-৪ ওভার বোলিং করেন তিনি।

Also Read - কাউন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে আমিরের


তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেরা হচ্ছে না তার। বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে জুলাইয়ের ১০ তারিখ থেকে। এ কদিনের মধ্যে অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘শহীদ চার মাসে যতটা উন্নতি করার দরকার ততটা করেছে। সে ভালো অবস্থানে রয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সে খেলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘অস্ত্রোপচারের সময় থেকে মাঠে ফিরতে তার ছয়মাস লাগবে। অস্ত্রোপচারের পর চারমাস কেটেছে। আগামী মাসে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। অনুশীলন ক্যাম্পে যোগ দিতে না পারলে তার ফেরা হবে না। তবে অস্ট্রেলিয়া যখন আসবে তখন প্রায় ফিট হয়ে যাবে শহীদ। কিন্তু অনেকদিন পর হঠাৎ করেই তো অনুশীলন ছাড়া কাউকে জাতীয় দলে খেলানো যায় না।’

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন শহীদ। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে ছিলেন এই ২৮ বছর বয়সী ক্রিকেটার। কিন্তু নভেম্বরে বিপিএলে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে যান তিনি।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন শহীদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা না হলেও, এরপর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকার সম্ভাবনা রয়েছে শহীদের।

 

– জান্নাতুল নাঈম পিয়াল, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন