Scores

অস্ট্রেলিয়া সিরিজের আগে জন্টি রোডসকে পাচ্ছে না বিসিবি

Jonty-Rhodes

বেশ কয়েকদিন আগে জোরপূর্বক গুঞ্জন উঠেছিলো বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান জন্টি রোডস। দলের ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি নিয়ে জন্টিকে নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি।

রবিবার (১৬ জুলাই) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মিডিয়াদের সঙ্গে বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচের ব্যাপারে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন জন্টির সঙ্গে গত কয়েকমাস ধরেই কথা বলছে বিসিবি কিন্তু এখনো চূড়ান্ত কোন চুক্তি করেনি বিসিবি।

Also Read - আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

“জন্টি খুবই ব্যস্ত সময় পার করছে। সে দীর্ঘ সময়ের জন্য কাজ করতে পারবেনা। তার সঙ্গে আমাদের কথাবার্তা এখনো চলছে। যদি সে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে তবে সেটি হবে স্রেফ কিছুদিনের জন্য। রোডসের জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি, হাই পারফরম্যান্স এবং অন্য ক্রিকেটারদেরও নিয়েও কাজ করার কথা রয়েছে।”

আকরাম খান আরো যোগ করেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। আসলে বড় মাপের কোচদের দীর্ঘ সময়ের জন্য পাওয়া অনেক কঠিন। যদি সে আগ্রহ প্রকাশ করে তাহলে হয়তবা দুই থেকে তিন সপ্তাহের জন্য আসবে এবং সে তার অবসর সময় অনুযায়ী এখানে আসবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই প্রোটিয়া ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে আকরাম খানকে প্রশ্ন করা হলে, সেই সম্ভবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

“অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তাকে পাওয়ার সম্ভবনা খুবই কম। যদিও সে এখনো বিষয়টি নিশ্চিতভাবে কিছুই জানায় নি আমাদের।”

Related Articles

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, ‘২’ দিনের কোয়ারেন্টিন

ব্যবসা করি নিজের ইচ্ছায়, সমালোচনা কেয়ার করি না : আকরাম

অস্ট্রেলিয়া সিরিজ মাঠে গড়াবে ২ থেকে ৮ আগস্ট

গণমাধ্যমের ‘ভুল’ ভাঙালেন আকরাম

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল