অস্ট্রেলিয়া সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে যাবে ইংল্যান্ড। সেই সিরিজের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-25T19:23:54+06:00
আপডেট হয়েছে - 2022-10-25T19:23:54+06:00
খেলার সারসংক্ষেপ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে যাবে ইংল্যান্ড। সেই সিরিজের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস
দলে ব্যাপক পরিবর্তন এনেছে ইংল্যান্ড। আসছে ডিসেম্বরেই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে তারা। যার ফলে গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারকে রাখা হয়নি এই সিরিজে, আবার ফেরানোও হয়েছে অনেককে। লম্বা সময় পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স এবং স্যাম বিলিংস। গত বছরের জুলাইয়ের পর আর কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মাঠে নামেননি এই দুজন। আসন্ন সিরিজ দিয়ে তাই প্রত্যাবর্তনের বড় সুযোগ পাচ্ছেন তারা।
এছাড়াও দলে ডাক পেয়েছেন বিধ্বংসী ওপেনার জেসন রয়। পারফরম্যান্স কিছুটা পড়তির দিকে থাকায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি, খেলছেন না চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অন্যদিকে দলে ফিরেছেন পেসার ওলি স্টোন। ২০১৮ সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা স্টোনকে হয়ত আবারও খেলতে দেখা যাবে আসন্ন অজি সিরিজে।
কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন রয়, ভিন্স, বিলিংস, স্টোনরা। এছাড়াও দলে ডাক পাওয়া আরেক পেসার ক্রিস জর্ডান বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়াতে। জর্ডানও ওয়ানডে খেলেননা প্রায় দেড় বছর যাবত।
এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা লুক উডও আছেন অজিদের বিপক্ষে দলে। দলে অনভিষিক্ত একমাত্র সদস্য হিসেবে আছেন উডই। এছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে উডের সতীর্থ ডেভিড মালানও দলে ফিরেছেন অনেকদিন পর। একইভাবে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার লিয়াম ডসনও।
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। যার ফলে অনেক ক্রিকেটারকেই হয়ত এই সিরিজে খেলিয়ে বাজিয়ে দেখতে চাইছে ইসিবি। সিরিজ চলার সময়ে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দেবে টেস্ট দলের সদস্যরা।
বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেমে যাবে ইংল্যান্ড। আগামী ১৭ নভেম্বর মাঠে গড়াবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
একনজরে ইংল্যান্ডের ওয়ানডে দলঃ জেমস ভিন্স, ডেভিড মালান, জেসন রয়, ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), স্যাম বিলিংস, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম ডসন, ক্রিস ওকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, ওলি স্টোন, ডেভিড উইলি, লুক উড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।