Scores

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

Bangladesh team practice session

আগামী মাসেই ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। তাই এই সিরিজকে সামনে রেখে ট্রেনার মারিও ভিল্লাভারায়েনর অধীনে সোমবার ফিটনেস ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা। তবে এইচপি দলে অস্ট্রেলিয়ায় এনামুল, লিটনদের মতো ক্রিকেটার থাকায় ফিটনেস ক্যাম্পে যোগ দেয়নি তারা।

এই ফিটনেস ক্যাম্প চলবে আগামী ২৪-২৫ জুলাই পর্যন্ত। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পরেই শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর টাইগারদের কোন সিরিজ না থাকায় বর্তমানে ছুটিতে রয়েছেন কোচ চন্ডিকা তবে জানা গিয়েছে ২৬ জুলাই ঢাকায় পা রাখবেন হাথুরুসিংহে।

Also Read - বলের আঘাতে হাসপাতালে লুক ফ্লেচার


এইদিকে আগামী ২৮ জুলাই থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অনুশীলন শুরুর কথা থাকলেও সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ অজি দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চলছে আর্থিক বিষয় নিয়ে দ্বন্দ্ব। ইতিমধ্যে বোর্ডের সঙ্গে এই দ্বন্দ্বের কারনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

দলের ক্রিকেটারদের সঙ্গে আপোষে না আসলে শেষ পর্যন্ত সিরিজ নাও হতে পারে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবেন, এই ব্যাপারে আশাবাদী বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজকে ঘীরে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিসিবি। সূচি অনুযায়ী সঠিক সময়ে সিরিজটি মাঠে গড়াবে বলে বিশ্বাস বিসিবির নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরীর।

“আমরা এই সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী এবং সূচি ও পরিকল্পনা অনুযায়ী সিরিজটি হবে বলে বিশ্বাস করি এমনকি এই সিরিজের জন্য আমরা ইতিমধ্যে নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছি। অস্ট্রেলিয়া বাংলাদেশে অগাস্টের মধ্য সময়ে আসবে, তাই এখনো অনেক সময় বাকি রয়েছে। আগ থেকেই কোন কিছু বলা ঠিক হবে না।”

তিনি আরো যোগ করেন, “বিসিবিও এই সিরিজ নিয়ে আশাবাদী। এবং আমরা আরো আশাবাদী অস্ট্রেলিয়ার একটি দল এই মাসেই বাংলাদেশ সফরে আসবে পরিদর্শনের জন্য, সিরিজকে ঘীরে আমাদের সুযোগ-সুবিধা দেখার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কথা বলার জন্য।”

সূচি অনুযায়ী আগামী ১৮ অগাস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল সিরিজের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। ২৭ অগাস্ট চট্টগ্রামে মুশফিক বাহিনীদের বিপক্ষে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ৪ সেপ্টেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জিম্বাবুয়ের উপকারের প্রতিদান দিতেই বিসিবির অপেক্ষা

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নিয়ে বিসিবির নতুন পরিকল্পনা

আবারো সিরিজ বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

চূড়ান্ত হলো আফগানিস্তান সিরিজের ম্যাচসংখ্যা

আগামীকাল ঘোষণা করা হবে বাংলাদেশের প্রাথমিক দল