Scores

অস্ট্রেলিয়া স্পিনারের অনন্য কীর্তি

প্রথম টেস্টেও বল হাতে জাদু দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়ন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের পাশাপাশি উজ্জ্বল ছিলেন লায়ন। দ্বিতীয় টেস্টেও নিজের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছেন এই অজি স্পিনার।

nathan-lyon-of-australia-celebrates-his-five-wickets-for-the-innings

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একাই বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। তবে এটার পাশাপাশিও নতুন এক কীর্তি গড়েছেন লায়ন। প্রথম বোলার হিসেবে কোন দলের প্রথম চার ব্যাটসম্যানকেই এলবিডব্লিউ আউট করার রেকর্ড গড়েছেন এই অজি স্পিনার।

Also Read - কোহলি নয়, নিজের মতো হতে চান সাব্বির


শুরুটা করেছিলেন তামিম ইকবালকে দিয়েই। আগের টেস্টে দুর্দান্ত খেলা তামিমকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন লায়ন। তামিমের পরেই কায়েসকে সাজঘরে ফেরান লায়ন। তৃতীয় উইকেট পেতে একটু সময় লেগেছে লায়নের। মুমিনুল-সৌম্যর গড়া ছোট জুটি ভাঙেন সৌম্যর উইকেট দিয়েই।

লাঞ্চের আগে সৌম্যকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লায়ন। লাঞ্চের পরেই দলীয় ১৫ রান যোগ করতেই ব্যক্তিগত ৩১ রান করা মুমিনুল হককে সাজঘরে ফিরিয়ে প্রথম বোলার হিসেবে একাই চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করার কৃতিত্ব দেখান লায়ন।

যদিও এর আগে ছয় বার দলের প্রথম সারির চার ব্যাটসম্যানকে আউট করার রেকর্ড গড়েছে। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউ আউট করার কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি।

তবে টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও এমন ঘটনা দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউ আউট করার কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গিলক্রিস্ট বলছেন বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়াই

আবারো নিজেদের প্রমাণ করতে হবে স্মিথ-ওয়ার্নারকে

পাকিস্তানের বিপক্ষেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার

ওয়ার্নকে ঘুষের প্রস্তাব দিয়েছিল সাবেক পাকিস্তানের অধিনায়ক!

অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে টাইগাররা