SCORE

সর্বশেষ

অস্ত্রোপচার করানো হবে নাসিরের

ডিপিএল শেষে ছুটি কাটাতে গিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। সেখানেই বড় দুঃসংবাদটা পেলেন এই ক্রিকেটার। গুরুতর চোট পেয়েছেন এই অলরাউন্ডার। সিরাজগঞ্জ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন নাসির। ফিরেই নিজের হাঁটুর অবস্থা দেখাতে যান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে। তার পরামর্শে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় নাসিরকে।

ইনজুরিতে নাসির

গতকালই আসে এমআরআই রিপোর্ট। তার আগে বিসিবির চিকিৎসক আশঙ্কা করেছিলেন পায়ের লিগামেন্ট ছিড়ে যেতে পারে নাসিরের। যার জন্য প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের। অবশেষে সেই ধারণা সত্যি হয়েছে দেবাশীষের। পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়াতে অস্ত্রোপচারের বিকল্প নেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার এই তথ্য জানান বিসিবির চিকিৎসক

Also Read - মুম্বাইয়ের পেস আক্রমণে বড় ধাক্কা

‘স্ক্যান রিপোর্টে দেখা গেছে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। অপারেশন করতে হবে। তবে দেশে না বিদেশে হবে সেটা এখনও ঠিক হয়নি।’

ডান হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন বিসিএল থেকেও। জানা যায়, ডিপিএল শেষে আমন্ত্রণে সিরাজগঞ্জ গিয়েছিলেন নাসির হোসেন। সেখানে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান তিনি। যার ফলে লিগামেন্টই ছিড়ে যায় এই অভিজ্ঞ অলরাউন্ডারের। সোমবার স্কচে ভর দিয়ে বিসিবি ভবনে আসেন নাসির।

এছাড়াও ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে আছেন- মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। গ্রামের বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল। গতকাল (৮ এপ্রিল) ফেসবুকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ক্রিকেটার। বিসিএলে খেলবেন না মোসাদ্দেক হোসেন সৈকতও  ডিপিএল শেষেই ছুটির জন্য আবেদন করেছিলেন মোসাদ্দেক।

জানা গিয়েছে ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেকও যার কারণে ছুটি চেয়েছেন এই ক্রিকেটার। এদিকে আইপিএলের কারণে বিসিএলে খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে কিছুদিন আগে হাঁটুর ইনজুরিতে পড়া তামিম ইকবালও থাকছেন না এবারের বিসিএলে। তবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের বাকি ক্রিকেটাররা থাকছেন  আগামীকাল থেকে শুরু হওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে।

আরও পড়ুনঃ ‘খেলতে গেলে চোটের পড়তেই পারে’

Related Articles

দেশে ফিরছেন সাকিব

অপেক্ষা বাড়ছে মোসাদ্দেকের