Scores

অ্যাকশন পরীক্ষা দিতে দলের বাইরে আকিলা ধনঞ্জয়া

স্পিন দিয়ে রেকর্ড গড়া ক্যান্ডি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আকিলা ধনঞ্জয়া। যদিও তার দল প্রথম টেস্টের পর হেরেছে এই ম্যাচেও। দলের যখন তাকে খুব প্রয়োজন, তখন তাকে স্কোয়াড থেকে বাদ পড়তে হচ্ছে।

আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ

না, বাজে পারফরম্যান্স বা পড়তি ফর্মের কারণে এই নিয়তি বরণ করে নিতে হচ্ছে না তাকে। ধনঞ্জয়া দলের সঙ্গ ছাড়ছেন আরও দুর্ভাগ্যজনক এক কারণে। গলে সিরিজের প্রথম টেস্টে তার বিরুদ্ধে উঠেছিল অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ। ঐ অভিযোগ মিথ্যা প্রমাণ করতে হলে তাকে দিতে হবে পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্যই দলের অন্যতম সেরা বোলারকে ছাড়াই মাঠে নামবে শ্রীলঙ্কা।

আগামী ২৩ নভেম্বর কলম্বোয় শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ঠিক ঐদিনই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন ধনঞ্জয়া। ২৫ বছর বয়সী শ্রীলঙ্কা অফ স্পিনারের তাই এই টেস্টে মাঠে নামারকোনো সুযোগই নেই।

Also Read - প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটে-বলে দারুণ লড়াই


চলতি মাসে গল টেস্টে ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ বা নীতিবিরুদ্ধ অ্যাকশনে বল করার অভিযোগ উঠে। বোলিং অ্যাকশন বৈধ, অবৈধ নয়- এটি প্রমাণ করার জন্য ১৪ দিন সময় পান তিনি। এই ১৪ দিনের মধ্যেই খেলেছেন ক্যান্ডি টেস্ট। তবে এবার বসতে হচ্ছে পরীক্ষার আসনে।

তবে আইসিসির পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষার পর অ্যাকশন অবৈধ বা নীতি বহির্ভূত প্রমাণিত হলে নিষিদ্ধ হবে তার বোলিং। সেক্ষেত্রে বোলিং সত্তা নিয়ে দলে থাকা ধনঞ্জয়া যে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বাদ পড়বেন, সেটি বলা বাহুল্য। পরীক্ষায় ফলাফলে অ্যাকশন অবৈধ আসলেও অবশ্য অ্যাকশন শুধরে বোলিংয়ে ফেরার সুযোগ থাকবে তার।

শ্রীলঙ্কার হয়ে ৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১৬টি টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটে গত ফেব্রুয়ারিতে। যদিও ২০১২ সালে গায়ে জড়ান ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের জার্সি। টেস্ট অভিষেকের বছরেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, তাও আবার টেস্ট ম্যাচের বোলিং নিয়েই; আকিলা ধনঞ্জয়ার ক্যারিয়ারের জন্য এটি বেশ বড় এক ধাক্কাই। ধাক্কাটা তিনি সামলাতে পেরেছেন কি না, সেটি বোঝা যাবে তার অ্যাকশন পরীক্ষার ফলাফল দেখার পর!

আরও পড়ুন: সৌম্যর পর রুবেলের আঘাত, বিপাকে সফরকারীরা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

নিষিদ্ধ হল আকিলা ধনঞ্জয়ার বোলিং

আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে লঙ্কানদের সান্ত্বনার জয়