██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অ্যাডিলেড টেস্টে মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত

ওপেনিংয়ে থাকছেন জাইসওয়াল এবং রাহুল।

অ্যাডিলেড টেস্টে মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত

অ্যাডিলেড টেস্টে মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-12-05T15:38:20+06:00

আপডেট হয়েছে - 2024-12-05T18:54:08+06:00

অ্যাডিলেড টেস্টে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে জায়গা করে দিতে নিজে ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ক্যারিয়ারের শুরুটা মিডল অর্ডারে করার পর প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ওপেনার রোহিত। এবার দলের ভালোর জন্য নিজের চিরচেনা ওপেনিংয়ের জায়গাটা ছাড়লেন রোহিত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  অ্যাডিলেড টেস্টেও রাহুল-জাইসওয়ালের ওপেনিং জুটি। বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তার অনুপস্থিতির সাথে শুবমান গিলের চোট মিলে একাদশ সাজাতে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। ওপেনিংয়ে যশস্বী জাইসওয়ালের সাথে খেলেছেন লোকেশ রাহুল। তিনে শুবমান গিলের অনুপস্থিতিতে খেলানো হয়েছিল দেবদূত পাড়িক্কালকে।

 

ম্যাচের প্রথম ইনিংসে জাইসওয়াল-রাহুলের জুটি অতটা সফল না হলেও দ্বিতীয় ইনিংসে তাক লাগিয়ে দিয়েছে এই জুটি। উদ্বোধনী জুটিতে জাইসওয়াল এবং রাহুল মিলে তুলে ফেলেন ২০১ রান। এই জুটিটাই শক্ত ভীত দেয় ভারতকে, যা কাজে লাগিয়ে পরে বিশাল পুঁজি দাঁড় করিয়ে ফেলে তারা। ম্যাচটাও জিতে নিয়েছে শেষমেশ।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন জাইসওয়াল। রাহুল করেছিলেন ৭৭। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছিল রোহিত ফিরলে কী হবে? রাহুল কি ওপেনিংয়ে থাকবেন নাকি নিচে নেমে যেতে হবে? বেশ কিছুদিন ধরে বাতাসে ভাসতে থাকা এই প্রশ্নের উত্তরটা এবার নিজেই দিয়েছেন রোহিত। অ্যাডিলেডে পিংক বল টেস্টের আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, রাহুল ওপেনিংয়ে খেলবে। আমি মিডল অর্ডারে কোথাও ব্যাট করব।


রোহিত আরও বলেন, ‘যেভাবে আমি মিডল অর্ডারে ব্যাট করার সিদ্ধান্ত নিলাম তা হচ্ছে আমরা জিততে চাই, আমরা সাফল্য চাই। এবং ওপেনিংয়ে এই দুজন শেষ টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে। আমি দেশে ছিলাম আমার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে। সেখান থেকে আমি দেখেছে কেএল (রাহুল) যেভাবে ব্যাট করছিল, সত্যিই দারুণ লাগছিল দেখতে।’    


রোহিতের মতে, ‘এবং আমি মনে করি এখানে বর্তমানে পরিবর্তন আনার কোনো দরকার নেই। ভবিষ্যতে হয়ত পরিবর্তন আসতে পারে, আমি জানি না। ফলে যা ঘটেছে এবং কেএল ভারতের বাইরে যা করে দেখিয়েছে এসবের ভিত্তিতে তার জায়গাটা পাওনা।’    


রোহিত আরও বলেছেন, ‘এর ফলে আমরা প্রথম ম্যাচে সাফল্য পেয়েছি। জাইসওয়ালের সাথে শুরুতে এমন বড় জুটিই হয়ত আমাদেরকে ম্যাচটা জিতিয়েছে।’


রোহিতের পাশাপাশি অ্যাডিলেড টেস্ট দিয়ে একাদশে ফেরার কথা রয়েছে শুবমান গিলেরও। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন ধ্রুব জুরেল এবং দেবদূত পাড়িক্কাল। ধারণা করা হচ্ছে, ৫ নাম্বারে ব্যাট করতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে রাহুল এবং জাইসওয়ালের ওপেনিং জুটির পর তিনে খেলানো হবে শুবমান গিলকে। ৪ নম্বরে বিরাট কোহলি, ৫ নম্বরে রোহিতের পর ৬ নম্বরে খেলবেন রিশভ পান্ট।


টেস্টে রোহিতের ফর্মটাও খুব একটা ভালো না। সর্বশেষ ১০ টেস্ট ইনিংস মিলিয়ে রোহিতের রান মোটে ১৩৩। সেরা ইনিংস ৫২ রানের। একদমই রোহিতসুলভ পরিসংখ্যান নয়। ফলে রোহিতকে ওপেনিং থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলিয়ে রাহুল-জাইসওয়াল জুটিকে ঘিরে টেস্টে ভবিষ্যত পরিকল্পনা সাজাতে পারে ভারত। পার্থ টেস্টে এই জুটির দুর্দান্ত কামব্যাকের স্মৃতিটা তো একদমই তরতাজা।


বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচটা দিবারাত্রির, ৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.