SCORE

অ্যান্ডারসনকে টপকে র‍্যাংকিংয়ের শীর্ষে রাবাদা

দু’বছর আগেই ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার। অভিষেক টেস্টে নিয়েছেন মাত্র একটি উইকেট। অভিষেক টেস্টে নিজের সামর্থ্যর প্রমাণ দিতে না পারলেও ধীরে ধীরে ঠিকই নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। দুই বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের সেরা সময়টি পেয়েছেন এই পেসার।

অ্যান্ডারসনকে টপকে র‍্যাংকিংয়ের শীর্ষে রাবাদা

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে কেপটাউনে অ্যান্ডারসনকে পেছনে ফেলে প্রথমবারের মতো ক্যারিয়ারে টেস্টে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই ২২ বছর বয়সী পেসার। কেপটাউন টেস্টে ৫ উইকেট পেয়ে, পেয়েছেন ৫ রেটিং পয়েন্ট। অন্যদিকে অ্যাশজে নিস্প্রভ ছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

Also Read - রিভার্স সুইং নিয়ে ফিরেছেন রাজু

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে নিয়েছেন মাত্র একটি উইকেট, হারিয়েছেন ৫ রেটিং পয়েন্ট। যার সুবাদে মাত্র এক রেটিং পয়েন্ট, ৮৮৮ নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন রাবাদা। অন্যদিকে রাবাদা থেকে এক রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন।

মাত্র দুই বছরে বোলিং টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠার অনুভূতিই অন্যরকম বলে জানিয়েছেন এই ২২ বছর বয়সী পেসার। ভারতের বিপক্ষে জয়ী টেস্টে নিয়েছেন ৫ উইকেট। ভবিষ্যতে এইরকম ম্যাচ জয়ী পারফরম্যান্সের ধারা বজায় রাখতে চান রাবাদা।

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। অবিশ্বাস্য এক অনুভূতি এটি। খেলা শুরুর সময় লোকে এমন কিছুর স্বপ্নই দেখে। ক্রিকেট দিনশেষে দলীয় খেলা। সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।”

এছাড়া ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা এবং ৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশীদের মধ্যে ৬৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১৮তম স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান।

ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রুট। বাংলাদেশীদের মধ্যে ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ২২তম স্থানে রয়েছেন তামিম ইকবাল এবং একই রেটিং নিয়ে তারপরেই রয়েছেন সাকিব।

৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ২৬তম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। এছাড়াও অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুনঃ রিভার্স সুইং নিয়ে ফিরেছেন রাজু

Related Articles

অঘোষিত সেমিফাইনালের সামনে বাংলাদেশ

বাংলাদেশ-মিশন দিয়েই পদ ছাড়ছেন স্টুয়ার্ট ল

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌরভের

আরব আমিরাতে আফগান ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস