Scores

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

জেমস অ্যান্ডারসন ও ক্রিস ব্রডের বোলিং তোপ থেকে পাকিস্তানকে বাঁচাতে পারেনি বৃষ্টিও। সাউদাম্পটনে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির বাগড়া। তবে বৃষ্টি ও আলোক স্বল্পতার সাথে পাকিস্তান সাক্ষী থেকেছে ইংল্যান্ডের ধারালো পেস আক্রমণের।

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

প্রথম দিনেই অ্যান্ডারসনের অগ্নিঝরা বোলিংয়ের আঁচ টের পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে সেই অ্যান্ডারসনের সাথে ধার দেখালেন ব্রডও। ৫ উইকেটে ১২৬ রান নিয়ে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ৩ রানের জন্য আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় বাবরকে।

Also Read - ফারুক ভাই নির্বাচক থাকায় আমার এক পয়সাও লাভ হয়নি : নাফীস


বর্তমান সময়ের অন্যতম শৈল্পিক ব্যাটিংয়ের মালিক ১২৭ বলে ৪৭ রানের ধৈর্যশীল ইনিংসের ইতি ঘটান ব্রডের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে। তবে রিজওয়ান অর্ধ-শতক তুলে নিতে ভুল করেননি। দিনশেষে ৯ উইকেট হারালেও পাকিস্তানের আশার প্রদীপ হয়ে এখনো মিটমিট করে জ্বলছেন তিনি।

তবে রিজওয়ানকে সঙ্গ দিতে পারেননি ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। যথাক্রমে ৫, ০ ও ২ রান করে তারা শুধু পাকিস্তানের বিপদই বাড়াননি, একইসাথে প্রদর্শন করেছেন পাকিস্তানের ব্যাটিং অর্ডারের লেজের নড়বড়ে দশা। অপরা প্রান্তে রিজওয়ান একাই লড়ে গেছেন। ১১৬ বলে ৬০ রানের দৃঢ় ইনিংস সাজিয়ে রয়েছেন অপরাজিত।


বৃষ্টি ও আলক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হয়ে পড়ায় কিছুটা স্বস্তি পেতে পারে পাকিস্তান। এক দিনেই ৯০ ওভার খেলা হওয়ার কথা, অথচ ম্যাচে দুই দিনে বল গড়িয়েছে মাত্র ৮৬ ওভার। তৃতীয় দিন সকালে রিজওয়ানের সাথে দলীয় ইনিংসটিকে যথাসম্ভব টেনে বড় করার দায়িত্ব সামলাবেন তরুণ নাসিম শাহ, যিনি ১ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের পেস আক্রমণের দুই নায়ক অ্যান্ডারসন ও ব্রড দুজনই তিনটি করে উইকেট পেয়েছেন। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হারানো পাকিস্তানের সংগ্রহ ২২৩ রান।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

টস : পাকিস্তান

পাকিস্তান ১ম ইনিংস- ২২৩/৯ (৮৬ ওভার)
রজওয়ান ৬০*, আবিদ ৬০, বাবর ৪৭
অ্যান্ডারসন ৪৮/৩, ব্রড ৫৬/৩

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জিম্বাবুয়ের পাকিস্তান সফরসূচি চূড়ান্ত

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট