██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অ্যাবট বীরত্বে এক ম্যাচ হাতে রেখেই অজিদের সিরিজ জয়

অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই জিতেছে অস্ট্রেলিয়া।

অ্যাবট বীরত্বে এক ম্যাচ হাতে রেখেই অজিদের সিরিজ জয়

অ্যাবট বীরত্বে এক ম্যাচ হাতে রেখেই অজিদের সিরিজ জয়

প্রকাশিত হয়েছে - 2024-02-04T16:53:10+06:00

আপডেট হয়েছে - 2024-02-04T16:53:10+06:00

ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই যেন একশতে একশ শন অ্যাবট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩ রানের দাপুটে এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অজিরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে অজিরা। ছবি : গেটি ইমেজস

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তেড়েফুঁড়ে আক্রমণ করতে থাকেন অজি ওপেনার জেইক ফ্রাসের-ম্যাকগার্ক। তবে প্রথম ওভারেই তার ইনিংসের সমাপ্তি ঘটেছে। ৫ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামা এই ক্রিকেটার। আরেক ওপেনার জশ ইংলিশও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১১ বলে ৯ রান করে দলের ২১ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি। অল্প রানেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ক্যামেরন গ্রিন। তিনে নামা গ্রিন ব্যাট হাতে ছিলেন দারুণ সাবলীল। চারে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য হতাশই করেছেন। ১০ বলে ৫ রান করে আউট হন তিনি। অন্যদিকে গ্রিন খেলেন ৪১ বলে ৩৩ রানের ইনিংস। 

 

মারনাস লাবুশেন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ৩৩ বলে ২৬ রান করে বিদায় নেন তিনি। এরপর কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন ম্যাথু শর্ট। ফিফটির সম্ভাবনা জাগালেও ফিফটি ছোঁয়ার আগেই বিদায় নিতে হয়েছে তাকে। ৫৫ বলে ৪১ রান করে আউট হয়েছেন তিনি। ১৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে থাকে অজিরা।

ব্যাট হাতে শুরুতে ধাক্কা পেলেও পরে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। ছবি : গেটি ইমেজস

শেষ দিকে যখন ভীষণ চাপ ঠিক তখনই যেন জেগে উঠল অস্ট্রেলিয়া। এক প্রান্তে টিকে থেকে পাল্টা আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শন অ্যাবট। বাকিরাও ছোট তবে কার্যকরী ইনিংস খেলে সাহায্য করেছেন অ্যাবটকে। ফিফটি হাঁকিয়ে ৬৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে শেষের আগের ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যাবট। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন গুডাকেশ মোটি। ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড। এছাড়া ওশান থমাস এবং ম্যাথু ফোর্ড নেন ১টি করে উইকেট।

 ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অ্যাবট। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার আলিক আথানাজে এবং জাস্টিন গ্রেইভস সাজঘরে ফিরে যান দলের মাত্র ২১ রানের মাথায়। মাঝে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ এবং কেসি কার্টি। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে রান আসে ৫৩। ধীরগতির ব্যাটিংয়ে ৬৫ বলে ২৯ রান করে বিদায় নেন হোপ। অন্যদিকে কার্টি খেলেছেন ৫১ বলে ৪০ রানের ইনিংস।


রোস্টন চেইজও ভালো শুরু পেয়েছেন। তবে বাকিদের মত একই রোগে ভুগেছেন তিনি, লম্বা করতে পারেননি নিজের ইনিংস। ৪১ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি। বাকিরাও খুব বেশি আলো ছড়াতে পারেননি। আলজারি জোসেফ খেলেন ১৫ বলে ১৯ রানের ইনিংস। ধুঁকতে ধুঁকতে ১৭৫ রানের মাথায় অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে অজিরা।

 অ্যাবট-বীরত্বে-এক-ম্যাচ-হাতে-রেখেই-অজিদের-সিরিজ-জয়-3

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন শন অ্যাবট এবং জশ হ্যাজলউড। ২ উইকেট তোলেন উইল সাদারল্যান্ড। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা এবং অ্যারন হার্ডলি।    


এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজ জয় নিশ্চিত হয়েছে এক ম্যাচ বাকি থাকতেই।  


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.