Scores

অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ আর্চার!

বিশ্বকাপে তার সুযোগ পাওয়া নিয়ে ছিল সংশয়। অভিষেক হয়নি বলে প্রাথমিকভাবে ঘোষিত ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পাননি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে তো খেলেছেনই, দলকে শিরোপা এনে দেওয়াতেও রেখেছেন বড় ভূমিকা।

অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ আর্চার!

তবে মুদ্রার অপর পিঠটাও দেখা হচ্ছে জফরা আর্চারের। তরুণ এই পেসার ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এজবাস্টন টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি, তবে জায়গা হয়নি একাদশে। এবার টেস্টের এক দিন মাঠে গড়াতেই জানান হল, আর্চার থাকছেন না দলের সাথে।

Also Read - বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ


জাতীয় দলের সাথে না থাকলেও আর্চার অবশ্য খেলার মধ্যেই থাকবেন। ফিটনেস প্রমাণের জন্য তাকে পাঠান হচ্ছে সাসেক্সের ডেরায়। সাসেক্সের হয়ে চলমান টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নেবেন ২৪ বছর বয়সী পেসার। আসরে নিজেদের পরের দুটি ম্যাচে দলটি লড়বে কেন্ট ও গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। এই দুটি ম্যাচে তিনি অংশ নেবেন সাসেক্সের জার্সি গায়ে।

এজবাস্টন টেস্টে আর্চার সুযোগ পাননি চোট কাটিয়ে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন মাঠে ফেরায়। কদিন আগে চোটের সাথে লড়াই করেছেন আর্চারও। তার চোট ও খেলার ধকল যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় এজন্য অনেকেই এখনই ক্যারিবীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি তুলেছিলেন।

শেষপর্যন্ত তাদের চাওয়াই সত্যি হয়েছে। ফিটনেস নিয়ে নিজেকে প্রমাণ করার জন্য আর্চারকে আপাতত তাই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট মাতাতে হবে। সেখানে ভালো করতে পারলে হয়ত আবারো অ্যাশেজ স্কোয়াডে জায়গা করে নেবেন ইংল্যান্ডের হয়ে খেলা বিস্ময়কর পেসার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার

ফুটবলারদের ‘ক্রিকেটের’ গল্প শুনিয়ে অনুপ্রাণিত করছেন জেমি ডে

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

সমতায় শেষ হলো অ্যাশেজ, ট্রফি গেল অস্ট্রেলিয়ায়