আঁটসাঁট বোলিং তানজিম সাকিবের, জয়ের ধারায় ফিরল গায়ানা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-12-02T11:04:49+06:00
আপডেট হয়েছে - 2024-12-02T11:04:49+06:00
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে তানজিম হাসান সাকিবের দৃষ্টিনন্দন বোলিং অব্যাহত রয়েছে। এবার আঁটসাঁট বোলিংয়ের দিনে একটি উইকেটও শিকার করে দলের জয়ে ভূমিকা রেখেছেন বাংলাদেশি পেসার। জয়ে শুরু করা গায়ানা পরের ম্যাচে হারলেও আবারো ফিরেছে জয়ের ধারায়।
গ্লোবাল সুপার লিগের ষষ্ঠ ম্যাচে গায়ানার প্রতিপক্ষ ছিল হ্যাম্পশায়ার। প্রভিডেন্সে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান জড়ো করে দলটি। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের শান মাসুদ। পাকিস্তানের টেস্ট অধিনায়ক ৫৪ বল মোকাবেলা করে ৮টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৭৯ রান করেন। এছাড়া ৯ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন টবি আলবার্ট। ১৭ রানে অপরাজিত থাকেন জেমস ফুলারও।
গায়ানার হয়ে তানজিম সাকিব ৪ ওভারে মাত্র ২৬ আন খরচ করে একটি উইকেট শিকার করেন। অধিনায়ক ইমরান তাহির শিকার করেন তিনটি উইকেট।
জবাব দিতে নেমে দলীয় ১৮ রানে কেভলন অ্যান্ডারসন ও শাই হোপকে হারিয়ে ফেলে গায়ানা। তবে চাপ সামাল দেন মঈন আলী ও শিমরন হেটমেয়ার। মঈন ২০ ও হেটমেয়ার ২৪ রান করে বিদায় নিলে রস্টন চেজের ২৬ বলে ৩৩, গুদাকেশ মোটির ১০ বলে ১৬ এবং হাসান খানের ১৮ বলে অপরাজিত ২৭ ও রোমারিও শেফার্ডের ৫ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংস দলকে পথ দেখায়। ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই তাহির-সাকিবরা পৌঁছে যায় জয়ের বন্দরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।