Scores

আইনের মারপ্যাঁচে কোহলির ঐ ভক্ত

অনধিকার প্রবেশের অভিযোগে এবার মামলা হজম করতে হল বিরাট কোহলির এক পাঁড় ভক্তকে। শুক্রবার (১৩ অক্টোবর) ভারত ও উইন্ডিজের মধ্যকার হায়দরাবাদ টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে মাঠে প্রবেশ করেন মোহাম্মদ খান নামের ১৯ বছর বয়সী ঐ তরুণ।

কোহলির সাথে সেলফি তুলবেন বলে...
জোর করে হলেও কোহলিকে ছুঁয়ে দেখেছেন ঐ ভক্ত। যদিও এবার সামলাতে হচ্ছে মামলা! ©এপি

অবৈধ উপায়ে মাঠে প্রবেশের অভিযোগে ঐ ভক্তের নামে মামলা করা হয়েছে। হায়দরাবাদ টেস্টের উদ্বোধনী দিনে প্রথম ইনিংসে ব্যাট করছিল উইন্ডিজ। ইনিংসের ১৫তম ওভারে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়েন কোহলির ঐ পুরুষ ভক্ত। সীমানা পেরিয়ে মাঠে প্রবেশের পরই তিনি ছুটে যান কোহলির কাছে। এ সময় মিড উইকেটে ফিল্ডিং করা কোহলিকে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি।

চুমু খেতে ব্যর্থ হলেও ‘উন্মাদ’ সমর্থক কোহলিকে জড়িয়ে ধরতে যান। কিছুটা দূরে সরে গিয়ে নিরাপত্তার ‘শঙ্কা’ দূর করেন কোহলি! এরপর নিরাপত্তারক্ষীরা ঐ সমর্থককে দ্রুত মাঠের বাইরে নিয়ে যান। তার আগে অবশ্য কোহলির সঙ্গে সেলফি তোলার সাধ মিটিয়েই ছেড়েছেন ঐ সমর্থক!

এই ঘটনায় খেলায় ছেদ পড়ে। আম্পায়াররাও তখন পানি বিরতির নির্দেশ দেন। ঘটনার পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তুমুল আলোচনা শুরু হয়। এমনকি এ নিয়ে টুইট করেছে উইন্ডিজের বোর্ডও!

Also Read - সমর্থকদের কর্মকাণ্ডে আবেগাপ্লুত সাকিব


এর আগে রাজকোটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও কোহলির দিকে ছুটে এসেছিলেন দুইজন সমর্থক। কোহলি দ্রুত নিজেকে সামলে নিলেও নিরাপত্তারক্ষীদের বেশ কষ্টই হয়েছিল ঐ দুই সমর্থককে মাঠের বাইরে নিয়ে যেতে। পরপর দুই টেস্টে এমন ঘটনা মাঠের নিরাপত্তা ও নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়ে স্বভাবতই প্রশ্ন তুলছে।

এই প্রতিবেদন লেখার সময় হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতি চলছে। লোকেশ রাহুলের উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৮০ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

আরও পড়ুন: যেখানে কোহলির থেকেও এগিয়ে মাহমুদউল্লাহ, মুশফিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’