Scores

আইপিএলকে ‘না’ বলার কারণ জানালেন ওকস

চোট কিংবা ফিটনেস সমস্যা ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে দলভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। আসর শুরুর প্রাক্বালে ওকস নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বিপাকে পড়েছে দলটি।

আইপিএলকে 'না' বলার কারণ জানালেন ওকসতবে ওকস তার অব্যাহতি নেওয়ার কারণ পরিস্কার করেছেন। চোট বা ফিটনেসজনিত সমস্যা না থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জমজমাট লিগকে ‘না’ বলায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে ওকস জানিয়েছেন, দেশের ক্রিকেটকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Also Read - অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে পাকিস্তানের হয়ে খেলার প্রস্তাব!


ওকস বলেন-

‘আমি ইংল্যান্ডের হয়ে যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমার কাছে এটাই মূল লক্ষ্য। আমার কিছুটা প্রশান্তির প্রয়োজন ছিল। আইপিএল অবশ্যই অনেক উঁচু মানের, এমনকি আমি নিজেও এতদিন খেলেছিও। কিন্তু এমন নয় যে এবার আমি আইপিএলকে এড়িয়ে চলছি। এই মুহূর্তে আমার কাছে ইংল্যান্ডই গুরুত্বপূর্ণ। একইসাথে পরিবারের সাথে সময় কাটানোটাও।’

গত বছর ইংল্যান্ডের হয়ে খুব বেশি টি-টোয়েন্টি খেলা হয়নি ওকসের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল সেই বিশ্বকাপের ভালো প্রস্তুতিও হতে পারত। অবশ্য ওকস মনে করেন, দেশের ক্রিকেটের সাথে যুক্ত থাকলেই তিনি বিশ্বকাপের জন্য ভালোভাবে বিবেচনায় আসতে পারবেন।

ওকস জানিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করাই তার মূল লক্ষ্য হওয়া উচিৎ। আর সেই লক্ষ্যেই আইপিএলকে বিদায় বলে নিজের মত করে সময় কাটাতে চাইছেন ইংলিশ অলরাউন্ডার।

১৩তম আইপিএলের নিলাম থেকে ১ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে ওকসকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। এই ক্রিকেটারের বদলি হিসেবে এখনো নতুন করে কাউকে বেছে নেয়নি দলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

রোহিত ইস্যুতে প্রশ্ন শুনে চটে গেলেন সৌরভ