SCORE

সর্বশেষ

আইপিএলেও আসছে ডিআরএস!

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। আধুনিক ক্রিকেটের অন্যতম বড় উদ্ভাবন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্রিকেট মাঠে সঠিক সিদ্ধান্ত গ্রহণে জনপ্রিয় এই প্রযুক্তিটি ব্যবহৃত হয়ে আসছে বিগত কয়েক বছর হল। ডিআরএস এতদিন ব্যবহার করা হচ্ছিল মূলত আন্তর্জাতিক ক্রিকেটে।

আইপিএলে আসছে ডিআরএস!

তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুম থেকে থাকছে ডিআরএস প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটেও গুরুত্ব আরোপ করে এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া- বিসিসিআই।

Also Read - শীঘ্রই আসছেন সালমা-রুমানাদের কোচ

আইপিএলে ডিআরএস ব্যবহারের কথা শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই। তবে এতদিন এই আলোচনাকে নিছক গুঞ্জন বলেই ধরে নেওয়া হচ্ছিল। সম্প্রতি এ ব্যাপারে বিসিসিআইয়ের চূড়ান্ত ঘোষণা আসে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই বেশ কয়েকবার ডিআরএস ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এই বছর আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে আইপিএলেও আমরা ডিআরএস ব্যবহার করব।’

ডিআরএস ছাড়া প্রায় সব প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে আইপিএলে। আর সেটিই ফোঁড়ন হিসেবে কাজ করেছে ক্রিকেটের আধুনিকতম প্রযুক্তি এই আসরে আনতে। ঐ কর্মকর্তা বলেন, ‘আইপিএলে আমরা প্রায় সব ধরনের প্রযুক্তিই ব্যবহার করছি। তাহলে ডিআরএস নয় কেন? ভারতের আন্তর্জাতিক ম্যাচে গেল দেড় বছর ধরে আমরা এটা ব্যবহার করছি।’

আইপিএলে ডিআরএসের ব্যবহারের জন্য দেশটির ঘরোয়া আম্পায়ারদের কর্মশালাও করানো হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন আইসিসির আম্পায়ার কোচ ডেনিস বার্নস এবং অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রিফেল, যারা ঘরোয়া ম্যাচের আম্পায়ারদের এই প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় অংশ নেওয়া এক আম্পায়ার বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই এখনও পর্যন্ত ডিআরএসের ব্যবহার করে না। আইপিএলে যেহেতু ঘরোয়া আম্পায়ারদেরকেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সে কারণে বোর্ড আমাদের এই ওয়ার্কশপে অংশ নিতে বলেছিল। তখনই আমাদের জানানো হয়েছিল আগামী আইপিএলে বোর্ড ডিআরএসের প্রয়োগ করতে চলেছে এবং বোর্ড চায় যাতে এই প্রযুক্তি সম্পর্কে আমাদেরও সঠিক ধারণা থাকে।’

আরও পড়ুনঃ বোলিংয়ে কোয়েটা, খেলছেন রিয়াদ

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স