Scores

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনপ্রিয় করে তুলতে শুরু হয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। করোনাভাইরাসের আক্রমণে অনেকগুলো সিরিজই স্থগিত হয়ে গিয়েছে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও পিছিয়ে গেল।

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। কিন্তু পূর্ব নির্ধারিত সেই দিনে আর মাঠে গড়াচ্ছে ফাইনাল ম্যাচটি। এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি ১০ জুনের পরিবর্তে শুরু হবে ১৮ জুন, চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুনকে রাখা হয়েছে সংরক্ষিত দিন হিসেবে।

Also Read - ব্যাটসম্যানদের পর বোলারদের নৈপুণ্যে 'হোয়াইটওয়াশ' ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পিছিয়ে যাওয়ার সাথে প্রত্যক্ষভাবেই জড়িয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখনো সূচি ঘোষিত হয়নি ২০২১ সালের আইপিএলের। তবে মে-জুন মাসেই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। বিশ্বের অনেক খ্যাতনামা ক্রিকেটারদের এই টুর্নামেন্টটিতে খেলে থাকেন। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা দুই দলের একাধিক খেলোয়াড়ও আইপিএলে অংশ নিবেন এটা নিশ্চিত।

আইপিএলের ফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে কাছাকাছি সময়েই। সেক্ষেত্রে আইপিএল খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া ক্রিকেটারদের কোয়ারেন্টিন জটিলতায় পড়তে হতে পারে। তাই খেলোয়াড়দের সুবিধার্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সপ্তাহখানেক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ দুই দল হিসেবে আছে ভারত ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদেরকে সরিয়েই শীর্ষস্থানে উঠে যায় ভারত এবং টানা দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে খেলতে যাওয়ার ইস্যুতে মুস্তাফিজকে পরিস্কার বার্তা পাপনের

সাকিব ইস্যুতে বিব্রত নন, তবে মন খারাপ পাপনের

চাকরি হারালেন মুস্তাফিজ-আর্চারদের হেড কোচ

আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছেন না সাকিব

আইপিএল ২০২১ : সবচেয়ে বেশি দাম পেলেন যারা