Scores

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

করোনাভাইরাসের প্রকোপে একের পর এক সিরিজ স্থগিত হয়েছে গত চার মাসে। তবে এখন ক্রিকেট মাঠে ফিরতে শুরু করেছে। এরইমধ্যে আবার দ্বিপাক্ষিক সিরিজ পেছানো হচ্ছে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে। ভারত ও ইংল্যান্ড বোর্ডের সম্মতিতে চলতি বছরের সিরিজটি পিছিয়ে দেওয়া হলো আগামী বছরে।

আইপিএলের জন্য সিরিজ পেছালো ইংল্যান্ডও

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল ইংলিশদের। অক্টোবরে অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার প্রস্তুতি হিসাবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা ছিল ভারত ও ইংল্যান্ডের। এই সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী বছর তবে দিন-তারিখ এখনো ঠিক করা হয়নি।

Also Read - ভারতে আয়ুর্বেদ প্রতিষ্ঠান খুললেন জন্টি রোডস

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারত সফরে থাকবে ইংল্যান্ড। সফরটিতে খেলা হবে পাঁচটি টেস্ট ম্যাচ। এরপর জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরটিতেও পাঁচটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুই সিরিজের মাঝেই এক সময়ে মাঠে গড়াতে পারে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

করোনাভাইরাস প্রকোপের মধ্যেই সবার আগে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। জুলাই মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে ২২ গজে ফেরানো হয়েছে। সেই সিরিজ শেষ হতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ইংল্যান্ড। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত আছে ইংলিশরা।

যে সময়ে ভারতে ইংল্যান্ডের সফর করার কথা ছিল ওই সময়টিতে আইপিএল আয়োজন করছে বিসিসিআই। তবে ভারতের মাটিতে তা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই ইংল্যান্ডের সফরটিও পিছিয়ে গেল।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে খেলতে যাওয়ার ইস্যুতে মুস্তাফিজকে পরিস্কার বার্তা পাপনের

সাকিব ইস্যুতে বিব্রত নন, তবে মন খারাপ পাপনের

চাকরি হারালেন মুস্তাফিজ-আর্চারদের হেড কোচ

আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলছেন না সাকিব

আইপিএল ২০২১ : সবচেয়ে বেশি দাম পেলেন যারা