আইপিএলের ভেন্যু নিয়ে ‘৩’ ফ্র্যাঞ্চাইজির অসন্তোষ
চতুর্দশ আইপিএল ভারতেই হবে, তবে এখনো প্রস্তুত নয় মঞ্চ। সাধারণত হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলেও এবার করোনার সংক্রমণের ঝুঁকির মধ্যে কয়টি এবং কোন কোন মাঠ রাখা হবে এ নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ভেন্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
স্বভাবতই এবার কমে আসছে আইপিএলের ভেন্যুর সংখ্যা। এর আগে ভারতে যতগুলো আসর মাঠে গড়িয়েছে, দলগুলো পেয়েছে হোম ভেন্যু ব্যবহারের সুবিধা। তবে এবার হোম ভেন্যু হিসেবে না ধরে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনে পাঁচটি ভেন্যুর কথা ভেবেছে বিসিসিআই। এই পাঁচ ভেন্যু হল কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদ।
Also Read - ভারতে বিশ্বকাপ আয়োজন এখনো অনিশ্চিত, বলছে পাকিস্তানতবে তাতেই আপত্তি তিন ফ্র্যাঞ্চাইজির। এই পাঁচ ভেন্যুতে খেলা হলে তিনটি দল হোম ভেন্যু পাবে না, যদিও বাকি পাঁচটি (মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস) দল ঠিকই নিজেদের ‘ঘরের মাঠে’ খেলার সুযোগ পাবে।
তাই বাকি তিন দল রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস বিসিসিআইয়ের এমন পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছে।
বিসিসি এ মাসের শেষদিকে জানাবে ভেন্যুর নাম। পুরো টুর্নামেন্টের সূচিও এখনো নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি সময়ের শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর।
প্রসঙ্গত, চতুর্দশ আইপিএলে খেলবেন দুইজন বাংলাদেশি ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের জার্সি আবারো গায়ে জড়াবেন সাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবারের মত খেলবেন মুস্তাফিজুর রহমান।