Scores

আইপিএলের মত লাভের ভাগ চায় ফ্র্যাঞ্চাইজিরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির লাভের ভাগ চাইছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী এ নিয়ে কথা বলেছেন। ভারতের আইপিএলে যে আয়ের ভাগ পায় ফ্র্যাঞ্চাইজিরা সেখানে বিপিএলে ক্ষতিটাই গুনতে হয় ফ্র্যাঞ্চাইজিদের।

শিরোপা হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদযাপন।
শিরোপা হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদযাপন।

এখনকার যুগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই কোটি কোটি টাকা। সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছাতে যে পরিমাণ টাকা খরচ করে সেগুলো স্পন্সর এবং অন্যান্য খাতের আয় থেকেই তুলে নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথা আসলেই সবার আগে আসবে আইপিএলের নাম। সেখানে ক্ষতির চেয়ে লাভের পরিমাণটা অনেক বেশি। চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই।

কিন্তু বিপিএলে নাকি উল্টো চিত্র। যেখানে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজিরা লাভের মুখ দেখতে সেখানে বিপিএলে ক্ষতিটাই বেশি গুনতে হয়। এ নিয়ে আক্ষেপ জানিয়েছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক। বিপিএল থেকে বোর্ডের যে আয় হয় সেখান থেকে কোন ভাগই পায় না ফ্র্যাঞ্চাইজিরা।

Also Read - আবারো বাংলাদেশ সিরিজ স্থগিত করবে অস্ট্রেলিয়া?

“গত তিন বছরে আয় ভাগাভাগির বিষয়টা বলতে বলতে গলা শুকিয়ে গেছে! প্রতি বছর কত লোকসান গোনা যায়? আইপিএলে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি দল বছরে ১৫০ কোটি টাকা লাভের ভাগ পায়। আমরা দেড় টাকাও পাই না। পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজি লিগে রেভিনিউ শেয়ার হয়। না হলে দল চলবে না। আমরা বিপিএল হৃদয় দিয়ে খেলি, প্যাশন দিয়ে খেলি। কিন্তু এভাবে তো চলা কঠিন।”

এইদিকে বিপিএলের আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিদের নতুন করে দল গড়তে হবে। বিসিবি জানায় তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি শেষ যার কারণে নতুন করে আবারও চুক্তি করতে হবে। বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চিটাগং ভাইকিংসের মালিক ডিবিএল গ্রুপ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

“এটি ভারতের ‘বি’ দল না, এটি আইপিএলের সুফল”

দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলবেন উইলিয়ামসন-বোল্টরা?

আজীবনের নিষেধাজ্ঞা, ৭ বছরেই মুক্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

আইপিএলের জন্য আইসিসির প্রস্তাবে রাজি বিসিসিআই

‘টাকার জন্য ইংরেজরা ভারতের পিছু পিছু ঘোরে’