আইপিএলের সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু হবে আগামী এপ্রিলে। আইপিএলের সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটও অনুষ্ঠিত হয় কম। তবে পাকিস্তান আইপিএলকে বুড়ো আঙুল দেখিয়ে এপ্রিলে সীমিত ওভারের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকায়।
আইপিএলের সাথে ভালোই দ্বন্দ্ব পাকিস্তানি ক্রিকেটারদের। মূলত দুই দেশের রাষ্ট্রীয় বৈরিতা ক্রিকেট পর্যন্ত গড়ানোর কারণেই আইপিএলে খেলেন না পাকিস্তানিরা। কিংবা বলা ভালো, পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া হয় না।
Also Read - ফিরছেন মঈন, ইংল্যান্ড একাদশে '৪' পরিবর্তনতবে আইপিএলে ঠিকই বুঁদ হয়ে থাকে গোটা বিশ্ব। গুরুত্বপূর্ণ ও তারকা ক্রিকেটাররা আইপিএলে খেলেন বলে অনেক দেশের বোর্ড আইপিএলের সময়টায় আন্তর্জাতিক সিরিজ আয়োজন না করে নিজেদের ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয়। তবে আইপিএল শুরুর ক্ষণেই দক্ষিণ আফ্রিকাকে ব্যস্ত থাকতে হবে পাকিস্তানকে আতিথেয়তা দেওয়াতে।
দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে পাকিস্তান সফরে। এখন চলছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এপ্রিলে টি-টোয়েন্টির সাথে মাঠে গড়াবে ওয়ানডেও, যেখানে দক্ষিণ আফ্রিকা থাকবে স্বাগতিক এবং পাকিস্তান সফরকারীর ভূমিকায়।
এই সিরিজের কারণে আইপিএলের শুরুর দিক হাতছাড়া হতে পারে প্রোটিয়া ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজ শেষ করতে করতে ১৬ এপ্রিল পর্যন্ত জাতীয় দলের বায়োবাবলে থাকতে হবে দক্ষিণ আফ্রিকানদের। সেই সিরিজ শেষ করে আইপিএলে যেতে হবে একাধিক করোনা পরীক্ষার পর। ভারতে পৌঁছে কোয়ারেন্টিনের বিধিবিধান তো আছেই। সিরিজটি পাকিস্তানি ক্রিকেটারদের মাথাব্যথার কারণ না হলেও দক্ষিণ আফ্রিকার এক ঝাঁক ক্রিকেটার এই সিরিজের জন্য হাতছাড়া করতে পারেন আইপিএলের উল্লেখযোগ্য অংশ।
একনজরে দক্ষিণ-আফ্রিকা পাকিস্তান সূচি
১ এপ্রিল – ১ম ওয়ানডে – সুপারস্পোর্ট পার্ক
৪ এপ্রিল – ২য় ওয়ানডে – ওয়ান্ডারার্স
৭ এপ্রিল – ৩য় ওয়ানডে – সুপারস্পোর্ট মার্ক
১০ এপ্রিল – ১ম টি-টোয়েন্টি – ওয়ান্ডারার্স
১২ এপ্রিল – ২য় টি-টোয়েন্টি – ওয়ান্ডারার্স
১৪ এপ্রিল – ৩য় টি-টোয়েন্টি – সুপারস্পোর্ট পার্ক
১৬ এপ্রিল -৪র্থ টি-টোয়েন্টি – সুপারস্পোর্ট পার্ক