Scores

আইপিএলে উপেক্ষিত ভারতীয় ‘বুড়ো’ দল পেয়েছেন সিপিএলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম সংস্করণের জন্য দল পেয়েছিলেন প্রবীণ তাম্বে। নাম লিখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে। তবে নিয়মের মারপ্যাঁচে আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। ঘরের টুর্ণামেন্টে উপেক্ষিত থাকলেও এবার সিপিএলে দল পেয়েছেন ৪৮ বছর বয়সী ভারতীয় বুড়ো।

বয়সের কোটা ৪০ পার করে ২০১৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয় তাম্বের। এরপর এই টুর্নামেন্টের বিভিন্ন মৌসুমে মাঠে নেমে ৩৩ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন মুম্বাইয়ের এই লেগ স্পিনার। এবার শাহরুখ খানের দল কেকেআর-এ ডাক পেয়েছিলেন তাম্বে। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার।

Also Read - করোনার সমাপ্তি নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী


আইপিএলের এবারের আসরের জন্য গত ১৯ ডিসেম্বর নিলাম থেকে বেঁধে দেওয়া মূল্য ২০ লক্ষ রুপি দিয়ে তাম্বেকে দলে নেয় কলকাতা। এর পরেই শুরু হয় ঝামেলা। ৪৮ বছর বয়সী এ ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দিতে নারাজ টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানানো হয়, বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলার ফলে ভারতের হয়ে যেকোনো টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি।

দুবাইয়ের টি-টেন ক্রিকেট লিগে খেলার অপরাধে আইপিএলে উপেক্ষিত থাকলেও এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন তাম্বে। প্রথম এবং একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএল খেলতে যাবেন তিনি। তাম্বেকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। যার মালিকানায় আছেন শাহরুখ খান।

সিপিএলে খেলার বিষয় আগেই নিশ্চিত করেছিলেন তাম্বে। গত মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি সম্পূর্ণ ফিট আছি। বিসিসিআই আমাকে আইপিএলে খেলার অনুমতি যখন প্রদান করেনি, তখন আমার অন্য লিগ খেলতে সমস্যা কোথায়। আমি বিদেশি লিগে খেলার উপযুক্ত অবস্থায় রয়েছি।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটতে চলা তাম্বে আরও বলেছিলেন, ‘করোনার কারণে চলমান লকডাউনে বাড়িতে থেকে আমার ফিজিক্যাল ফিটনেসের উপর নজর দিচ্ছি এবং সিপিএলের আসন্ন সংস্করণের জন্য মুখিয়ে রয়েছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে নিজের ‘আইডল’-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের