আইপিএলে ওকসের বদলি নর্টজে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যানরিখ নর্টজে। ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসের বদলি হিসেবে এবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন তিনি।
২৬ বছর বয়সী তরুণ এই পেসার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে ৩টি টি-টোয়েন্টির পাশাপাশি ৬টি টেস্ট ও ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার।
Also Read - পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি
ব্যক্তিগত কারণে এবার আইপিএলে খেলা হবে না ওকসের। এই সময়টায় নিজ দেশে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চান ইংলিশ অলরাউন্ডার। তাই মূলত তার বদলি হিসেবেই নর্টজেকে বেছে নিয়েছে দিল্লি। টুইট বার্তায় দিল্লি ক্যাপিটালস বিষয়টি নিশ্চিত করেছে।
চোটের কারণে ২০১৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও খেলা হয়নি নর্টজের। এবার দিল্লির হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত।
নর্টজে বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আমি মুখিয়ে আছি। গত মৌসুমে তাদের নিয়ে অনেক মাতামাতি হয়েছে। দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে এবং তারকাবহুল কোচিং লাইন আপের সাথে থেকে খেলা নিঃসন্দেহে আমার জন্য বড় অভিজ্ঞতা হতে চলেছে। সুযোগ করে দেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালসের প্রতি আমি কৃতজ্ঞ।’
DC fans (since forever): “Replacement kaun hai?” 🤷🏻♂️
You have your answer now, Dilliwalon 😏
We are delighted to announce the signing of 🇿🇦 pacer @AnrichNortje02 for the upcoming #IPL season 😎
Full details ➡️ https://t.co/JG0lFUGmfp#WelcomeAnrich#IPL2020 #YehHaiNayiDilli pic.twitter.com/ONYsNTMDCZ
— Delhi Capitals (Tweeting from 🏠) (@DelhiCapitals) August 18, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।