আইপিএলে ফিক্সিং রুখতে বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিংয়ের মতো কর্মকান্ড ঠেকাতে নতুন ব্যবস্থা নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। জুয়াড়িরা যাতে ক্রিকেটার কিংবা স্টাফদের সঙ্গে ফিক্সিং নিয়ে আলোচনা করতে না পারে সেই ব্যবস্থাই নিয়েছে বিসিসিআই।
ক্রিকেট অঙ্গনে ফিক্সিং নতুন কিছু নয়। ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত হয়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গিয়েছেন এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যেখানে জুয়াড়িদের হাত থেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই ফিক্সিং থামানো যাচ্ছে না সেখানে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে তো জুয়াড়িরা ধরাছোঁয়ার বাইরে।
কেননা টেস্ট কিংবা ওয়ানডে থেকে টি-টোয়েন্টি থেকে বেশি আয় করে থাকেন জুয়াড়িরা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টাকার ছড়াছড়ি। প্রতি বছরই জুয়াড়িদের টার্গেট থাকে আইপিএলে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে আইপিএলে যেন জুয়াড়িদের আঁচ না লাগে সেই ব্যবস্থাই করেছে বিসিসিআই।
আইপিএলে ফিক্সিং ঠেকাতে যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানি স্পোর্টর্যাডারের সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। এসব ইস্যুতে বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। আইপিএলে ফিক্সিং ঠেকাতে স্পোর্টর্যাডারের সঙ্গে থাকবে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট। অতীতে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে ফিক্সিং করেছে।
আর তাই আইপিএলকে কলঙ্কমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই। স্পোর্টর্যাডারের ‘দ্য ফ্রড ডিটেকশন সিস্টেম’ প্রতিদিন ৫০ লাখ তথ্য দেখবে এমনকি টুর্নামেন্ট চলাকালীন ৬০০ জুয়াড়ির উপর কড়া নজর রাখবে স্পোর্টর্যাডার। সেই সাথে আইপিএলের টাইটেল স্পন্সর ‘ড্রিম এলেভেন’ এর মতো প্রতিষ্ঠানের উপরও নজর রাখবে স্পোর্টর্যাডার।
এর আগে ফিফা, ইউয়েফার সঙ্গে কাজ করেছে স্পোর্টর্যাডার। এমনকি গোয়া ফুটবল লিগে অর্ধ-ডজন ম্যাচ গড়াপেটা হয়েছিল বলে তারা উল্লেখ করেছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।