Scores

আইপিএলে বর্ণবাদের প্রতিবাদ না থাকায় হোল্ডারের অসন্তোষ

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের সাথে ঘটে যাওয়া করুণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনকে জোরজার করেছে। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় সোচ্চার স্লোগান পৌঁছে যায় ক্রিকেট আঙিনা পর্যন্ত। ম্যাচ শুরুর আগে দেখা যেত হাঁটু গেঁড়ে আন্দোলন।

আইপিএলে বর্ণবাদের প্রতিবাদ না থাকায় হোল্ডারের অসন্তোষইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ও ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর আগে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানানোর দৃশ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে এমন দৃশ্য দেখা যায়নি। এমনকি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বর্ণবাদের বিরুদ্ধে কোনোরূপ প্রতিবাদ বা কার্যক্রম চোখে পড়েনি।

Also Read - ভিডিও: ১ ওভারে ২৬ রান নিলেন গেইল

আইপিএলের মত বড় আসরে বর্ণবাদ বিরোধী আন্দোলন অব্যাহত থাকলে তা বড় প্রভাব রাখত ক্রীড়াবিশ্বে। বিশ্বের কোটি কোটি মানুষের দৃষ্টি থাকে ভারতের আয়োজিত এই টি-টোয়েন্টি লিগে। তবে আইপিএলে খেলতে যাওয়া ক্যারিবীয় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার এখানেও নীরবতা দেখে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট।

হোল্ডার বলেন, ‘আমাদের সফরের পর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সফরে নীরবতা দেখে আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি। তারা সংহতি প্রকাশ করেনি। এখনো অনেক পথ বাকি। রাতারাতি সব ঠিক করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, সব মানুষ যে সমান এ ব্যাপারে আমাদের সবাইকে একমত হতে হবে।’

আইপিএলে কোনো প্রতিবাদ না দেখায় হতাশা প্রকাশ করে হোল্ডার বলেন, ‘আইপিএলে এই বিষয় নিয়ে কারও সাথে কোনো কথা হয়নি। কখনো মনে হয় কেউ এ বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না। এটা দুঃখজনক। হয়ত আমাদের নতুন করে বিষয়টির গুরুত্ব সবাইকে বোঝাতে হবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

রোহিত ইস্যুতে প্রশ্ন শুনে চটে গেলেন সৌরভ