SCORE

আইপিএলে সাকিবের নতুন ‘মাইলফলক’ স্পর্শ

বাংলাদেশ থেকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভিভো ইন্ডিয়ান সুপার লিগের (আইপিএল) ২০১৮ আসর মাতাতে যাওয়া সাকিব আল হাসান আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একসাথে নাম লিখিয়েছিলেন দুই ‘এলিট ক্লাবে’। নিজের সপ্তম ম্যাচ খেলতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের এ ক্রিকেটার।

আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব

আইপিএলে নিজের পঞ্চাশতম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শের হাতছানি নিয়ে নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই কাঙ্ক্ষিত সাফল্য পান সাকিব। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে সাকিবের বলে পান্ডিয়ার হাতে তালুবন্দী হলে আইপিএল ক্যারিয়ারে ৪৫তম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি।

Also Read - চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজেকে এখানেই সীমাবদ্ধ করে রাখেননি তিনি। এরপর নিজের তিন নম্বর ওভারে বল করতে এসে দলের গুরুত্বপূর্ণ সময়ে অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান তিনি। এ প্রতিবেদন লেখার সময় পাঞ্জাবের বিপক্ষে তিন ওভার বল করে ১৮ রান খরচায় নিজের ঝুলিতে মূল্যবান দুটো উইকেট নিয়েছেন সাকিব।

আইপিএল ক্যারিয়ারে ৫০ উইকেট লাভের পথে ইনিংসে এখনো পর্যন্ত পাঁচ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ না করতে পারলেও ইনিংসে তিন উইকেট করে নেওয়ার কৃতিত্ব দু’বার দেখিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

এর আগে মুম্বাইয়ের বিপক্ষে এক উইকেট নেওয়ার বদৌলতে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনিল নারাইন, শহীদ আফ্রিদিদের পর পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেট শিকারি বোলারদের ক্লাবে প্রবেশ করেন বাংলাদেশের সাকিব আল হাসান। শুধু তাই নয় একই সাথে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারিদের এলিট ক্লাবেও নাম লেখিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি এ স্পিনার।

এক নজরে আইপিএলের শীর্ষ পাঁচ উইকেট শিকারী বোলারদের তালিকা-

নাম                    ম্যাচ              উইকেটসংখ্যা
লাসিথ মালিঙ্গা      ১১০              ১৫৪
অমিত মিশ্র            ১২৮             ১৩৪
চাওলা                   ১৩৫             ১৩১
হরভজন সিং          ১৪০              ১২৯
ডোয়াইন ব্রাভো       ১১২             ১২৮

 


আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

 

Related Articles

‘চুলে নয়, বলে তাকাও’

বরখাস্ত হলেন ভেট্টোরি

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ