Scores

আইপিএলে স্টোকসের সাথে খেলতে চান লোকেশ

বেন স্টোকসের ক্যারিয়ারে এখন সুসময়ের প্রাচুর্য। যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই তিনি দুর্দান্ত। বিভিন্ন লিগে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের চাহিদা দিন-দিন বাড়ছেই। ইংল্যান্ডের হয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার রূপকথার নায়ক হয়ে আবির্ভূত হওয়া স্টোকসকে এবার নিজ দলে চাইলেন ভারতীয় ক্রিকেট লোকেশ রাহুল।

আইপিএলে স্টোকসের সাথে খেলতে চান লোকেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লোকেশ কিংস ইলেভেন পাঞ্জাবে দলভুক্ত। গত দুই মৌসুমে দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন এই ওপেনার। অন্যদিকে স্টোকস সর্বশেষ আসরে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

Also Read - ইমরানকে একহাত নিলেন সৌরভ গাঙ্গুলি


লোকেশের চাওয়া- আইপিএলের আগামী আসরে পাঞ্জাবের হয়ে খেলবেন স্টোকস।

তিনি বলেন, ‘সে বলও করতে পারে, অবিশ্বাস্য একজন ফিল্ডারও। সে আগেও আইপিএলে খেলেছে এবং তার উপস্থিতি দলে দারুণ প্রভাব রাখে। আমি আশা করব সে আমার দলের হয়ে খেলবে। তাকে আমার দলে পেলে ব্যাপারটা দারুণ হবে।’

ইংল্যান্ডের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ে অবদান রাখা স্টোকস সর্বশেষ অ্যাশেজে জিতিয়েছেন লিডস টেস্ট, যেখানে ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ঐ ম্যাচ চলাকালে ভারত অ্যান্টিগায় লড়ছিল ক্যারিবীয়দের বিপক্ষে।


টেস্ট চলায় ভারতীয় ক্রিকেটাররা মুঠোফোন ব্যবহার করতে পারছিলেন না। তবে টিম ম্যানেজারের কাছ থেকে জেনে নিচ্ছিলেন স্টোকসের কীর্তি গড়া ম্যাচের খোঁজখবর!

লোকেশ বলেন, ‘আমরাও অ্যান্টিগায় খেলছিলাম। আমাদের সাথে ফোন রাখার সুযোগ ছিল না, তাই ম্যানেজারের ফোন দিয়ে অ্যাশেজের খবর রাখছিলাম। ম্যানেজার স্কোর চেক করছিল আর আমরা প্রতি বলে কী হচ্ছে সেই খবর নিচ্ছিলাম।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কোহলিকে নিয়ে টুইটারে হাস্যরস

ছয় বছরে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছেন কোহলি

টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন লোকেশ রাহুল

রাহুলের ইনিংসের সমান রানও করতে পারল না বেঙ্গালোর

রাহুলের ঝড়ো সেঞ্চুরি, রান পাহাড়ে পাঞ্জাব