Scores

আইপিএলে স্পন্সর হিসেবে থাকছে না ভিভো

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে স্পন্সর হিসেবে থাকছে না চাইনিজ প্রতিষ্ঠান ভিভো। তবে আইপিএলের সাথে ভিভোর পাঁচ বছরের চুক্তি বহাল থাকছে। এ আইপিএলের জন্য নতুন স্পন্সর খুঁজতে হবে বিসিসিআইকে।

ভিভোর সাথে চুক্তি বাতিল করবে না আইপিএল

২০১৮ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সাথে চুক্তিবদ্ধ হয় ভিভো।  বিসিসিআইকে দুই হাজার একশ’ নিরানব্বই কোটি টাকা দেয় ভিভো। কিন্তু এই আসরে ভিভো স্পন্সর হিসেবে না থাকায় চুক্তির মেয়াদ ২০২২ থেকে ২০২৩ সালে বাড়ানো হয়েছে।  ভিভো সরে গেলেও আইপিএলের সঙ্গে যুক্ত অন্যান্য স্পন্সরগুলো থাকছে।

Also Read - আইপিএলকে 'না' বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের


অনেক আগে থেকেই ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ  টি-২০ ক্রিকেট লিগে চীনা প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে রাখার প্রতিবাদ করেছিল ভারতের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিভোকে স্পন্সর রাখার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় ভারতের ক্রিকেটপ্রেমীদের।  দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে সংঘাতের কারণে চীনের প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে মেনে নিতে পারছিল না ভারতের ক্রিকেট দর্শকরা।

যদিও এর আগে বিসিসিআই- এর পক্ষ থেকে জানানো হয় ভিভোর সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারটি নিয়ে ভাবছে না তারা। বরং ভিভো হতে প্রাপ্ত অর্থের কর ভারতের সরকারের কাছে জমা হওয়াতে ভারতেরই উপকার হচ্ছে- এমন কথা বলেছিলেন বিসিসআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

করোনভাইরাসের প্রকোপে আইপিএল ভারতে আয়োজন করা সম্ভব হচ্ছে না। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আর আমিরাতে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল  হবে ১০ নভেম্বর। প্রতি দলে  সর্বোচ্চ ২৪ জন করে ক্রিকেটার রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে তার বদলি খেলোয়াড় নিতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

Related Articles

দ্রুতই চেন্নাই শিবিরে যোগ দিতে চান রায়না

দিল্লির কাছে পাত্তাই পেল না চেন্নাই

আইপিএলে ‘ড্রাগ পার্টি’, বিস্ফোরক মন্তব্য শার্লিন চোপড়ার

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

ভিডিও: বুমরাহ’র ১ ওভারে ২৭ রান