Scores

আইপিএল আয়োজনের আগ্রহ দেখাল কাউন্টি ক্লাবগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের অর্ধেক ম্যাচ মাঠে গড়ানোর পরেই টুর্নামেন্টটি স্থগিত হয়ে গিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে আইপিএলের বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ কাউন্টির চারটি ক্লাব। তার আগে লন্ডনের মেয়র সাদিক খানও লন্ডনে আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিলেন।

আইপিএল আয়োজনের আগ্রহ দেখাল কাউন্টি ক্লাবগুলো
রাজস্থান রয়্যালস

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল ভারত। চিকিৎসা ব্যবস্থা ও অক্সিজেন সংকটে নাজেহাল অবস্থা দেশটির। তবুও সেই পরিস্থিতিতেই ২৯টি ম্যাচ আয়োজিত হয়েছে দেশটিতে। তবে হঠাৎ করেই ২ দিনের মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত হলে টুর্নামেন্টটি স্থগিত করে দেওয়া হয়। তার আগের ২ দিন ২টি ম্যাচ স্থগিত করা হয়েছিল।

ভারতে বর্তমানে যে অবস্থা সেখানে এখনই আবার আইপিএল আয়োজন করা সম্ভব না। বিকল্প হিসেবে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাত। এরইমধ্যে আবার প্রস্তাব আসছে ইংল্যান্ড। ইংলিশ কাউন্টির চারটি ক্লাব, মেরিলিবোন ক্রিকেট ক্লাব (লর্ডস), সারে (দ্য ওভাল), ওয়ারউইকশায়ার (এজবাস্টন) ও ল্যাঞ্চশায়ার (ওল্ড ট্রাফোর্ড) আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

Also Read - ডমিঙ্গোকে 'বলির পাঁঠা' না বানানোর আহ্বান সুজনের


তবে এখন পর্যন্ত বিসিসিআইয়ের পরিকল্পনা ভারতেই আবার সুবিধামতো সময়ে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সেপ্টেম্বর মাসে আয়োজন করার জন্য চেষ্টা করবে বিসিসিআই। তারা ভারতেই আইপিএলের বাকি অংশ আয়োজনের চেষ্টা করছে কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপও তারা ভারতেই আয়োজন করতে চায়। আর যদি আইপিএল অন্য কোথাও আয়োজন করতে হয় তাহলে বিশ্বকাপ ভারতে আয়োজন করা নিয়েও আশা হারাতে হবে ভারতকে।

Related Articles

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

আইপিএলের পুরো টাকা পাবেন না সাকিব-মুস্তাফিজ

অবশেষে বাড়ি ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না কামিন্স

মুরালির সঙ্গে মিল প্রসঙ্গে মুখ খুললেন মুস্তাফিজ