Scores

আইপিএল আয়োজনে আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

কোভিড ১৯ এর প্রকোপে ভারতের পরিস্থিতি দিনদিন জটিল হচ্ছে। বিসিসিআই তাই নিজ দেশে সম্ভব না হলে অন্য কোনো দেশে আইপিএল আয়োজনের চিন্তা করছে। গুঞ্জন শোনা যাচ্ছিল, নিউজিল্যান্ড এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছি। কিন্তু কিউই বোর্ডটি বলছে, তারা এরকম কোনো প্রস্তাব দেননি।

আইপিএল আয়োজনে আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে আইপিএলের চলতি মৌসুমের খেলা। গত ২৯ মার্চ এই টুর্নামেন্টের ১৩তম আসরের পর্দা উঠার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় এখনো আলোর মুখ দেখেনি আইপিএল।

Also Read - পাকিস্তানের জার্সিতে আফ্রিদির ফাউন্ডেশনের লোগো


বর্তমান পরিস্থিতিতে ভারতে আরও বেড়ে গেছে করোনার ভয়াবহতা। তবুও আইপিএল নিয়ে ভাবতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডকে। কারণ, শেষপর্যন্ত এই টুর্নামেন্ট মাঠে না গড়ালে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে খেলোয়াড় থেকে শুরু করে বিসিসিআই ও টুর্নামেন্টটির ফ্র‍্যাঞ্চাইজিদের। আর্থিক ক্ষতি সামাল দিতে এর সাথে সংশ্লিষ্ট সকলেই চাচ্ছেন আইপিএল শুরু করতে।

বিভিন্ন দেশে আইপিএল আয়োজনের প্রস্তাব পাচ্ছে বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে সর্বশেষ জানানো হয় নিউজিল্যান্ডের আগ্রহের কথা। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের কর্মকর্তা রিচার্ড বুক বৃহস্পতিবার (৯ জুলাই) নিশ্চিত করেছেন যে তারা আইপিএল আয়োজনে আগ্রহী না। এটা গুজব ছিল।

তিনি বলেন, ‘এই খবরটা সত্য নয়। আমরা বিসিসিআইকে আইপিএল আয়োজনের আগ্রহের ব্যাপারে কোনো প্রস্তাব দিইনি। তারাও আমাদের দেশে আইপিএল আয়োজনের জন্য কোনো প্রস্তাব দেননি।’

রিচার্ডের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে খবরটা রটেছিল তা গুজব ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা আইপিএল আয়োজনে আগ্রহী বলে নিশ্চিত করা হয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

রোহিতদের জন্য পুরো ভবনই ভাড়া নিবে মুম্বাই

স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে

ক্ষমা চেয়েও চাকরি ফিরে পেলেন না সঞ্জয়

আইপিএলে স্পন্সর হিসেবে থাকছে না ভিভো