SCORE

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলে যাবেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। জনপ্রিয় এই ক্রিকেটার নিজেই দিয়েছেন এই ঘোষণা।

আইপিএল-খেলে-যাবেন-ডি-ভিলিয়ার্স
আইপিএলে এবি ডি ভিলিয়ার্স। ছবি: বিসিসিআই

গত মে মাসে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভিলিয়ার্স। সে সময় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাননি এই মারকুটে প্রোটিয়া ব্যাটসম্যান। তবে ঘরোয়া কিছু লিগ খেলে যাবেন- এমন ইঙ্গিত দিয়েছিলেন।

ডি ভিলিয়ার্সের আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে রয়েছে আইপিএলের বড় অবদান। আর তাই দায় পূরণের ইচ্ছে থেকেই হয়ত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডি ভিলিয়ার্স খেলে যাবেন আইপিএল।

Also Read - ফের ব্যর্থ সৌম্য, চাপে বাংলাদেশ

সম্প্রতি এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন-

‘আগামী কয়েক বছর আমি আইপিএল খেলে যাব। টাইটান্সের হয়েও খেলা চালিয়ে যেতে চাই। সেখানে আমি উঠতি তরুণদের সহায়তা করব। তবে আমি আগে থেকেই বলে এসেছি- আমার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বিভিন্ন ধরণের প্রস্তাব আসছে। প্রস্তাব পেয়ে অবশ্যই ভালো লাগছে। তবে আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’

১৯৮৪ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে যেন আগলে রেখেছিলেন ‘বড় ভাই’ এর মত। বিশ্ব কাঁপানো বোলারদের ত্রাস এই ব্যাটসম্যান ২০০৪ সালে টেস্টে, ২০০৫ সালে ওয়ানডেতে এবং তার পরের বছর টি-২০ ক্রিকেটে নিজের অভিষেক ঘটান।

চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জীবনের শেষ টেস্ট খেলেন তিনি। শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। টেস্ট ও ওয়ানডের মতো শেষ টি-২০ ম্যাচটিও খেলেছেন ঘরের মাটিতে, বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে। ডানহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৭টি শতক এবং ১০৯টি অর্ধ-শতক হাঁকিয়েছেন। বিশ্বকাপের ঠিক এক বছর আগে বর্ণাঢ্য এই ক্যারিয়ারকে বিদায় জানানো আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স হাজারো ভক্তের চোখে এনে দেন বিষাদের অশ্রু।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ

 

Related Articles

‘চুলে নয়, বলে তাকাও’

বরখাস্ত হলেন ভেট্টোরি

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ