Scores

আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ

এবারের আইপিএল ভালো যায়নি মুস্তাফিজুর রহমানের। বল হাতে ভালো করার সুযোগই পাননি তেমন। দেশে ফিরেছেন আবার একটু দুঃসংবাদ নিয়ে। আইপিএল ফেরত মুস্তাফিজ যে বয়ে চলেছেন চোট!

আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ
আইপিএলের এগারতম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

রোববার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ।

আইপিএল থেকে ফিরে মুস্তাফিজ দলের সাথে যোগ দিয়েছেন প্রস্তুতিতে। নিয়মিত অনুশীলন করছেন, বলও করছেন। তবে পুরোপুরি ফিট নন তিনি। পায়ের আঙুলে ব্যথা রয়েছে তার।

Also Read - আশা জাগিয়েও ২৩-এ থামলেন সাকিব


সাংবাদিকদের ওয়ালশ বলেন-

‘এই মুহূর্তে ওর পায়ের অগ্রভাগে সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল সে যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের অগ্রভাগ।’

ইনজুরির মাত্রা কম হলেও পেসারদের জন্য অল্প ইনজুরিই হতে পারে নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার পথে বাধার কারণ। মুস্তাফিজের চোট সারাতে কোন চিকিৎসা প্রয়োজন?

ওয়ালশ জানালেন, বিশ্রামেই সেরে উঠবেন মুস্তাফিজ। তাই দেওয়া হয়েছে সেই দাওয়াই-ই। তিনি বলেন, ‘আমরা ওকে দিন দুয়েকের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক।’

গত বছরের শেষদিকে ভর করেছিল ইনজুরি। ছন্দে ফিরতে একটু সময়ও লেগেছে। তবে বর্তমানে মুস্তাফিজের স্কিলে অনেক উন্নতির ছোঁয়া পাচ্ছেন ওয়ালশ, ‘সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভালো করবে।’

অন্য পেস বোলাররা ফর্মে না থাকলে সব চাপ এসে বর্তায় মুস্তাফিজের ঘাড়ে, কিংবা রুবেল হোসেনের ঘাড়ে- যিনি বিগত কয়েক বছর ধরে সার্ভিস দিচ্ছেন জাতীয় দলকে। ওয়ালশের প্রত্যাশা, আফগানিস্তান সিরিজে ভালো করবেন বাকি পেসাররাও, ‘বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা ফিজ নয়। যে পেস বোলারকেই ব্যবহার করা হবে, আমরা চাই তারা ভালো করুক। স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।’

আরও পড়ুনঃ নয় উইকেটে জিতল পাকিস্তান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টুইট করে মোহাম্মদ নবী জানালেন- বেঁচে আছেন তিনি!

নতুন কোচ পেলেন রশিদ-নবীরা

ত্রিদেশীয় সিরিজে বোলারদের সেরা সাইফউদ্দিন

ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান

দর্শকদের জন্য খারাপ লাগছে সাকিবের