
মাঠে সময়টা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। প্লে-অফে যাওয়ার সমীকরণ বেশ কঠিন শ্রেয়াস আইয়ারের দলের। এর মধ্যে এলো গুরুত্বপূর্ণ এক সদস্যকে হারানোর দুঃসংবাদ।

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে ছিটকে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তার আগেই অবশ্য কামিন্সের দেশের ফেরার খবর প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কলকাতার বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর পশ্চাৎদেশের ডান দিকে ব্যথা শুরু হয় কামিন্সের। এমআরআই করানোর পর বোঝা গেছে, আপাতত বিশ্রামই এই চোট সারানোর একমাত্র সমাধান। কামিন্সকে তাই কিছু দিন থাকতে হবে মাঠের বাইরে।
🚨 𝗢𝗙𝗙𝗜𝗖𝗜𝗔𝗟 𝗔𝗡𝗡𝗢𝗨𝗡𝗖𝗘𝗠𝗘𝗡𝗧
Pat Cummins will miss the remainder of #IPL2022 owing to a minor hip injury.
Have a speedy recovery, @patcummins30. We will miss you! 💜💛#AmiKKR pic.twitter.com/ozd8vnBXOw
— KolkataKnightRiders (@KKRiders) May 13, 2022
দেশে ফেরার আগে দলের জন্য শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘ভারতে দারুণ সময় কেটেছে। আমার ও আমার পরিবারের খেয়াল রাখার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য দলের সব সদস্যকে শুভকামনা জানাচ্ছি। আমি খেলা দেখব, এবং দূর থেকেই দলের সমর্থনে গলা ফাটাব।’
লিগ পর্বে কলকাতার আর দুটি ম্যাচ বাকি আছে। প্লে-অফে উঠতে ব্যর্থ হলে এই দুই ম্যাচ খেলেই শেষ হবে আইপিএলে দলটির এবারের যাত্রা। এমন পরিস্থিতিতে কামিন্সের পরিবর্তে দলে নতুন করে কোনো খেলোয়াড় নেওয়া হচ্ছে না, জানিয়েছে কলকাতা।
Sad to leave the @IPL early. Thanks for everything @KKRiders 💜💜 https://t.co/diOmukJDCy
— Pat Cummins (@patcummins30) May 13, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।