Scores

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া চোটে আইপিএল শেষ হয়ে গিয়েছে তার।

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে লং অনে ফিল্ডিং করার সময়ে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দিয়েছিলেন স্টোকস। সেই ক্যাচ ধরার প্রচেষ্টাতেই বাম হাতে চোট পেয়েছিলেন স্টোকস। যদিও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। চোট পাওয়ার আগে এক ওভার বোলিং করে ১২ রান দিয়েছিলেন তিনি। চোটের পর করেননি আর কোনো ওভার।

Also Read - সাকিব-রাসেলদের দুর্দান্ত বোলিং, মুম্বাইয়ের '১৫২'


পাঞ্জাব কিংসের ২২২ রানের জবাবে ব্যাট হাতে রাজস্থান রয়্যালসের ইনিংস সূচনা করতে নামার পর অনেকেই ভেবেছিলেন স্টোকসের চোট গুরুতর নয়। ওপেনিংয়ে নেমে ৩ বল খেলে কোনো রান না করেই মোহাম্মদ সামির বলে বিদায় নেন স্টোকস।

ইংল্যান্ডের গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে বৃহস্পতিবার তার চোট পাওয়া হাতের একটি এক্স-রে করা হবে। সেই এক্স-রে প্রতিবেদন থেকে জানা যাবে চোটের তীব্রতা।

জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। আইপিএলের কারণে সেই সিরিজে বেন স্টোকস, জোফরা আর্চার, জস বাটলার, ক্রিস ওকস, জনি বেয়ারস্টোদের ছাড়াই মাঠে নামতে হতে পারে তাদের। তবে স্টোকসের চোট গুরুতর হলে ছিটকে যেতে পারেন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকেও। এছাড়া এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই দলের অন্যতম মূল ক্রিকেটার বেন স্টোকসের এই চোট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দুশ্চিন্তাটা একটু বেশিই।

Related Articles

বায়োবাবলে কেন করোনার সংক্রমণ, জানালেন গাঙ্গুলি

দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

এক বছর টাকা না কামালে কী এমন ক্ষতি হবে? প্রশ্ন শোয়েবের

আজই দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ!

করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ হাসি