Scores

আইপিএল ধারাভাষ্যে ফিরতে আবেদন করেছেন সঞ্জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়া সঞ্জয় মাঞ্জরেকার বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছেন আবারো আইপিএল ধারাভাষ্যে তাকে ফিরতে অনুমতি দেওয়ার জন্য।

আইপিএল ধারাভাষ্যে ফিরতে সঞ্জয়ের আবেদন

এই সাবেক ভারতীয় ক্রিকেটার ধারাভাষ্যে ক্যারিয়ার শুরু করার পরে নানান বিতর্কে জড়িয়েছেন। মূলত বেফাঁস মন্তব্য এবং ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে হেয় করে মন্তব্য করে বিতর্ক সৃষ্টির কারণ হয়েছেন তিনি। আইপিএল ধারাভাষ্যকক্ষে তাকে নিয়মিত দেখা গেলেও চলতি বছরের মে মাসে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড তাকে আইপিএলের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ দেয়।

Also Read - ছোটবেলা থেকে পাইলটকে অনুসরণ করতেন সাব্বির


চলতি বছরের মার্চ মাসে মাঠে গড়ানোর কথা ছিল আইপিএল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে তা স্থগিত হয়ে যায়। পূর্ব ঘোষিত তারিখে আইপিএল শুরুর আগেই আইপিএলের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জয়কে। বাদ পড়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও এতদিন চুপ ছিলেন তিনি।

আইপিএল মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে এবারের টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের নাম। এই সিদ্ধান্তকে সামনে রেখে সঞ্জয় বিসিসিআইয়ের কাছে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছেন তাকে ফিরিয়ে নেওয়ার জন্য।

সঞ্জয় তার ই-মেইলে উল্লেখ করেছেন, বিসিসিআইয়ের নির্ধারিত নিয়ম-নীতি এবার তিনি কড়াভাবে পালন করবেন। তাই তাকে আরেকবার যেন সুযোগ করে দেওয়া হয়।

বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সঞ্জয় যেহেতু তার কৃতকর্মের জন্য অনুশোচনা জানিয়েছেম তাই তাকে ক্ষমা করে ফিরিয়ে নেওয়া উচিত। তবে বোর্ড সভাপতি সৌরভ ও সচিব জয় শাহের সিদ্ধান্তের ওপর সবটা নির্ভর করছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ভিডিও : কেকেআরে সাজলো বুর্জ খলিফা

আইপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে চেন্নাই-রাজস্থান ম্যাচ

ধোনির তুমুল সমালোচনায় গম্ভীর

আইপিএলে সবচেয়ে খরুচে ৫টি ওভার, তালিকায় নতুন লুঙ্গি

নাম পরিবর্তন করে ফেললেন কোহলি-মরিসরা