
আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স নিয়ে আশাবাদী দলটির অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। অতীতের কথা স্মরণ করতে চান না এ তারকা ব্যাটসম্যান।
আইপিএল এলেই মানুষের হাসির পাত্রে পরিণীত হয় কোহলি-ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটারের দল রয়্যাল চ্যালেঞ্জার্স। এই দলে খেলেছেন ওয়াটসন, ক্রিস গেইল, লোকেশ রাহুল, কোহলি, স্টেইন, ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা। তারপরও আইপিএলে শিরোপা ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স।
২০১৬ সালে কোহলিরা ফাইনালে উঠলেও মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। তবে অতীত ভুলে এবার সামনের দিকে তাকাতে চান দলটির অধিনায়ক বিরাট কোহলি।
“সত্যি বলতে ২০১৬ সালের আইপিএল আমাদের প্রত্যেকের কাছে অনেক স্পেশাল। ওই দলটার পর এই প্রথম মনে হয়েছে এবারের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। দল হিসেবে মাঠে কিভাবে পারফর্ম করি সেটিই দেখার বিষয় এখন।”
তিনি আরও বলেন, “এটি নিয়ে আমি এবির সঙ্গে আলাপ করেছি। কোনো মৌসুম শুরুর আগে এতটা নির্ভার মনে হয়নি। সে খুবই নির্ভার। সম্প্রতি খুব একটা খেলেনি সে, তবুও মনে হচ্ছিল যেন ২০১১ সালের মতোই খেলছে। আগের মতোই ফিট আছে।”
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স দলে নিয়েছেন অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গঠিত দলকে নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী কোহলি।
“অতীতে কি হয়েছে সেটি নিয়ে আমরা ভাবছি না। দলে মরিস, ফিঞ্চের মতো অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে। এরা বাদেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন। আশা করছি ভালো কিছুই হবে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।