██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আইপিএল নিলাম : যে জায়গায় পিছিয়ে গেলেন বাংলাদেশিরা

আইপিএল নিলাম : যে জায়গায় পিছিয়ে গেলেন বাংলাদেশিরা
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-11-26T13:19:42+06:00

আপডেট হয়েছে - 2024-11-26T13:19:42+06:00

অর্ধসহস্রাধিক ক্রিকেটারের নাম উঠেছিল এবারের আইপিএলের নিলামে, যেখানে বাংলাদেশ থেকেই ছিলেন ১২ জন। এই ১২ ক্রিকেটারকে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে নিলামে রাখা হয় ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতেই। তারপরও একজন বাংলাদেশিও দল পেলেন না, এমনকি নাম ডাকা হলোই মাত্র ২ জনের- মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। কিন্তু কেন এমন দশা? যেখানে এবারের নিলামে বাংলাদেশিদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বেশি সাড়া পড়ার প্রত্যাশা ছিল!

এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো- বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারই ৩ আসরের জন্য এভেইলেবল ছিলেন না। অথচ ফ্র্যাঞ্চাইজিরা এবার ৩ বছরের জন্য দল গুছিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাওয়ার দৌড়ে স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে পড়েছেন।

অতীতে বাংলাদেশের ক্রিকেটারদের পুরো আইপিএলের এনওসি দেওয়া হতো না। এ কারণে অতীতের নিলামগুলোতেও বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের অনীহা দেখা গেছে। তাও ২-১ জন দল পেতেন। এবার অবশ্য বিসিবি এনওসি দিতে প্রস্তুত ছিল। তবে আইপিএল কর্তৃপক্ষের চাওয়া ছিল এবারসহ মোট ৩ আসরের নিশ্চয়তা। বিসিবি তা দিতে পারেনি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

মুস্তাফিজুর রহমান প্রতি আসরে দল পেলেও এবার তিনি দল পাননি। তার নাম যখন উঠেছে, ততক্ষণে প্রায় খালিই হয়ে গেছে ১০ দলের পার্স। ফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, অনেক দলের তখন এই পরিমাণ অর্থই নেই। এদিকে গত আসরে পার্পল ক্যাপ মাথায় নিয়ে মুস্তাফিজকে আইপিএল ছাড়তে হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য। বিষয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ভালোভাবে নেয়নি। তখনই কানাঘুষা হয়- পরের আসরে এমন ক্রিকেটারদের অবহেলার চোখে দেখা হবে। শেষপর্যন্ত তার প্রতিফলন সত্যিই দেখা গেল মেগা নিলামে।

তাসকিন-শরিফুলরা এবার দল পেলে খেলতে পারতেন, তবে আগামী ২ আসরে তাদের পাওয়া যেত কিনা- দলগুলোর কাছে সেই নিশ্চয়তা ছিল না। লিটন, রিশাদ কিংবা নাহিদ রানার মতো ক্রিকেটারদের নিয়ে ভারতের ক্রিকেট অঙ্গনে মাতামাতি হলেও শেষপর্যন্ত কারও দল না পাওয়া, কিংবা ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে নিলামে নামই না ওঠার মূল কারণ হতে পারে এটাই।

তবে সাকিব আল হাসানের ছিল এই নিশ্চয়তা। কিন্তু নিলামে তার নামই ওঠেনি। এর প্রধান কারণ, সাকিবের সিরিয়াল আসতে আসতে দলগুলো প্রায় গুছিয়েই নিয়েছে স্কোয়াড। ১ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে নিয়ে তাই ছিল না আগ্রহ। যদিও একই ধরনের ক্যাটাগরি থেকে মঈন আলী, করিম জানাতের মতো ক্রিকেটাররা ঠিকই দল পেয়েছেন। তাই বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলার চোখে দেখা হয়েছে- ফেসবুক-টুইটারে এমন অভিযোগও চোখে পড়ছে।

এছাড়া আরও একটি কারণ হতে পারে ভারতীয় ক্রিকেটারদের চড়া দাম। লাখের ঘরে থাকা অনেক ভারতীয় ক্রিকেটারের দাম গিয়ে ঠেকেছে কোটির ঘরে। প্রায় সব দলই ভারতীয় ক্রিকেটারদের পেছনে অন্যান্যবারের চেয়ে বেশি উদার হয়ে খরচ করেছে। এতে বাংলাদেশিদের মতো নিলামে যাদের নাম দেরিতে উঠেছে, তাদের কেনার আর সাহস বা ইচ্ছা কোনোটাই দেখা যায়নি।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.