Scores

আইপিএল নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বোল্ট

এ বছর আরব আমিরাতে বসতে যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। তবে করোনাভাইরাসের কারণে আইপিএলে অংশগ্রহণ করবেন কি না সেটি নিয়ে চিন্তায় আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল দর্শকবিহীনই আয়োজন করবে বিসিসিআই। আর এ টুর্নামেন্টের জন্য ভেন্যু হিসেবে নির্ধারন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দর্শকবিহীন টুর্নামেন্ট আয়োজন করার কারণে এবারের আসর একটু অন্যরকম। এছাড়াও ক্রিকেটারদের বিমান যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা।

Also Read - দ্বিতীয়বারও করোনা পরীক্ষায় উতরে গেলেন আর্চার


তবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। আইপিএলে গত কয়েক আসরে দিল্লির হয়ে খেললেও এ আসরে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। করোনার কারণে আইপিএলে অংশ নিবেন কি না সেটি এখনো বুঝে উঠতে পারছেন না তিনি।

“অনেক কথাই শুনেছি যে এটা এখন অথবা তখন অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডে হওয়ার কথাও শুনেছি। মনে হচ্ছে, প্রতি সপ্তাহেই দৃশ্যপট বদলাচ্ছে। কিন্তু এটা এমন এক বিষয়, শেষটা দেখার অপেক্ষায় থাকতে হবে।”

আইপিএলে খেলবেন কি না সেটির জন্য সঠিক পরামর্শদাতা খুঁজছেন এ বাঁহাতি পেসার। নিজের জন্য এবং ক্রিকেটের জন্য চিন্তা করে সঠিক সিদ্ধান্তই নিবেন বোল্ট।

“ঠিক লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব কোনটা আমার ও নিজের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হয় এবং অবশ্যই আমার পরিবারের জন্য। নিউজিল্যান্ডের আরও কিছু খেলোয়াড় আছে এ টুর্নামেন্ট। কিন্তু সময়ই বলে দেবে বিষয়টি কোনদিকে গড়াবে।”

এবারের আইপিএলে বোল্ট ছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে অংশগ্রহণ করবেন জিমি নিশাম, ফার্গুসন, উইলিয়ামসন ও ম্যাকলেহান। গত কয়েক আসরের মতো এ আসরেও সানরাইজার্সের হয়ে খেলবেন উইলিয়ামসন। নিশাম ও ফার্গুসন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ভিডিও : কেকেআরে সাজলো বুর্জ খলিফা

আইপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে চেন্নাই-রাজস্থান ম্যাচ

ধোনির তুমুল সমালোচনায় গম্ভীর

আইপিএলে সবচেয়ে খরুচে ৫টি ওভার, তালিকায় নতুন লুঙ্গি

নাম পরিবর্তন করে ফেললেন কোহলি-মরিসরা