Scores

আইপিএল শেষ আর্চারের

বিশ্বকাপে গতির ঝড়ে ব্যাটসম্যানদের পরাস্ত করে খুব অল্প সময়েই তারকা বনে গিয়েছেন জফরা আর্চার। তবে স্বল্প সময়ের এই ক্যারিয়ারে চোটের কবলে পড়ে বেশ ভুগতে হচ্ছে আলোচিত এই পেসারকে। আগামী প্রায় ৫ মাস মাঠে দেখা যাবে না এই ইংলিশ পেসারকে, ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও আইপিএল খেলতে পারবেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সময়েই এই চোট পেয়ে সাদা পোশাকের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আর্চার। পরে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। ফলে দেশেই ফিরে যান এই পেসার। তখনই ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে এবং স্ক্যানের রিপোর্টের পর সেটাই নিশ্চিত হয়েছে।

Also Read - ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ


ডান হাতের কনুইয়ের হাড়ে ব্যথায় ভুগছেন আর্চার। স্ক্যানের প্রতিবেদন হাতে পাওয়ার পরে নিশ্চিত হওয়া গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকে ছিটকে গেছেন তিনি। শুধু তাই নয়, আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না এই গতি তারকার।

তার ডান হাতের কনুইতে চিড় ধরা পড়েছে। এইজন্য প্রায় ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে আর্চারকে। অস্ত্রোপচার করা লাগবে কিনা তা জানানো হয়নি।

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজের আগে আর্চারকে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে লক্ষ্য করে আর্চার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বায়োবাবলে কেন করোনার সংক্রমণ, জানালেন গাঙ্গুলি

দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

এক বছর টাকা না কামালে কী এমন ক্ষতি হবে? প্রশ্ন শোয়েবের

আজই দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ!

করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ হাসি