
স্থলপথে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় আড়াই হাজার কিলোমিটার। যোগাযোগের ক্ষেত্রে বিমান ব্যবহার করলে অবশ্য এই দূরত্ব তেমন কিছু না। আর এজন্যই হয়ত দেশের টানে মাত্র একদিনের জন্য ঢাকায় উড়াল দিলেন সাকিব।

রোববার রাতে আইপিএল শেষ করার পর সোমবার দুপুরেই ঢাকা পৌঁছান সাকিব। ২৮ মে দুপুর সোয়া বারোটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে দেশে আসেন তিনি। সাকিবের এই সফর মাত্র এক দিনের জন্য। কেননা আফগানিস্তান সিরিজের জন্য ভারতের দেরাদুনের উদ্দেশে আগামী ২৯ মে মঙ্গলবার ঢাকা থেকে উড়াল দেবে দল। দলনেতা সাকিবকেও উড়াল দিতে হবে স্বভাবতই।
সফরসূচি অনুযায়ী, ৩০ ও ৩১ মে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। ১ জুন স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এর পরদিন আবারও একই ভেন্যুতে অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। তিনটি টি-২০ ম্যাচের মাঝখানে যে দুইদিন বিরতি রয়েছে, অনুশীলন সেশন হবে সেই দুইদিনও। সিরিজ শেষে ৮ জুন দেশের উদ্দেশে দেরাদুন ত্যাগ করবেন সাকিব-তামিমরা।
উল্লেখ্য, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ, যার ফরম্যাট টি-২০। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৩, ৫ ও ৭ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
একনজরে আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি-
তারিখ ম্যাচ সময়
৩ জুন ২০১৮ প্রথম টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৫ জুন ২০১৮ দ্বিতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৭ জুন ২০১৮ তৃতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
আরও পড়ুনঃ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ!