Scores

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা

দ্বিতীয় একদিনের আন-অফিসিয়াল একদিনের ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ-এ'-দলকে-ব্যাটিংয়ে -পাঠাল-আয়ারল্যান্ড
টসের সময় দুই অধিনায়ক।

ওয়াক হিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর পর সফরকারীদের দূর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাইফ হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১২ ওভার শেষে বিনা উইকেটে ৮৭ রান।

সাইফের আদর্শ সঙ্গ পেয়ে দ্রুতগতিতে দলের রানের চাকা বাড়িয়ে দলেছেন জাকির। ঝড়ো গতির ইনিংস খেলে ইতোমধ্যেই অর্ধশতক তুলে নিয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখার সময় ৪৫ বল মোকাবেলায় ৬ চার ও ২ ছয়ের সাহায্যে ৫১ রান নিয়ে জাকির ও ৩৪ বল থেকে ৩ চারে ১৯ রান নিয়ে ব্যাট করছেন সাইফ।

Also Read - বদলে গেছে ফ্লোরিডার উইকেট!


উল্লেখ্য, স্কোয়াডে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ থাকলেও তাকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে  ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা।

প্রসঙ্গত, দু’দলের মধ্যকার সিরিজের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টি বাধায় ভেস্তে যায়। যার ফলে এ ম্যাচ দিয়ে ৫ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এখন উভয় দলের সামনে।

দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, জাকির হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ আল-আমিন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দীন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড উলভস একাদশ: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), লরকান টাকার, জেমস ম্যাককলাম, হ্যারি টেক্টর, টাইরন, কেন, স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকেট, জেমস শ্যানন, জোনাথান গার্থ, ডেভিড ডেলানি, পিটার চেজ

 


আরও পড়ুনঃ সিরিজে টিকে থাকতে মাঠে নামছে বাংলাদেশ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শোচনীয় হারের ব্যাখ্যায় যা বললেন লিটন দাস

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর শুরু

এবারো ব্যর্থ সাব্বির, ফিরলেন ‘শূন্য’ রানে

সাকিবের ব্যাটে ঝড়ো ফিফটি

প্যাভিলিয়নের পথে মুশফিক-মিঠুন