আইরিশ পেস আক্রমণে প্রথম সেশনেই উড়ে গেল ইংল্যান্ড
টেস্ট পরিবারের নবীনতম সদস্য আয়ারল্যান্ড প্রথমবারের মতো মোকাবেলায় কঠিন পরীক্ষা নিচ্ছে প্রবীণতম সদস্য ইংল্যান্ডের। রঙিন পোশাকে এই লর্ডসেই শিরোপা উঁচিয়ে ধরা বিশ্বচ্যাম্পিয়নদের সাদা পোশাকে এই কী হাল! টিম মুরতাগের ৫ উইকেটে মাত্র ৮৫ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
অ্যাশেজের প্রস্তুতি হিসেবে লর্ডসে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ১ম ইনিংসটা দুঃস্বপ্নের মতো কেটেছে স্বাগতিকদের। ১ম সেশনও পুরো ব্যাটিং করতে পারেনি জো রুটের দল।
দ্বাদশ বিশ্বকাপে দারুণ খেলে টেস্টে সুযোগ পাওয়া জেসন রয় অভিষেক ইনিংসটা রাঙাতে পারেননি। তাকে ফিরিয়ে দিয়েই শিকার শুরু করে আইরিশরা। দলীয় ৮ রানে উদ্বোধনী রয়কে (৫) ফিরিয়ে দেন টিম মুরতাগ।
দলীয় ৩৬ রানে জো ডেনলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মার্ক অ্যাডাইর। ইনিংস সর্বোচ্চ ২৩ রান আসে তার ব্যাট থেকে। তারপরেই এই দুই পেসারের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের মিডল অর্ডার।
আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ররি বার্নসকেও ফেরান মুরতাগ। অধিনায়ক জো রুটকে ২ রানেই থামিয়ে দেন অ্যাডাইর। জনি বেয়ারস্টো, মঈন আলি ও ক্রিক ওকস তিন জনকেই শূন্য রানে সাজঘরের পথ দেখিয়ে নিজের ৫ উইকেট শিকার পূরণ করেন মুরতাগ।
মুহূর্তেই ইংলিশদের স্কোর ৩৬ রানে ১ উইকেট থেকে ৪৪ রানে ৭ উইকেটে দাঁড়ায়। স্টুডার্ট ব্রডকে সাথে নিয়ে কিছুটা বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন স্যাম কারান। কিন্তু তিনি ১৮ রানে ফিরলে অশনি সংকেত দেখতে থাকে স্বাগতিকরা।
ব্রড ও কারানকে ফিরিয়ে শতরানের আগেই ইংল্যান্ডকে গুটিয়ে দেয়ার আশা দেখান বয়েড র্যাঙ্কিং। ওলি স্টোন ১৮ বলে ১৯ রান করে শতরান পেরোনোর স্বপ্ন দেখালেও, ইংলিশ শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাডাইর।
সফরকারীদের হয়ে ৫টি উইকেট শিকার করেন মুরতাগ। ৩টি উইকেট নেন অ্যাডাইর ও ২টি শিকার করেন র্যাঙ্কিং। ফলে ৮৫ রানেই অলআউট হয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর:
টস: ইংল্যান্ড
ইংল্যান্ড: ১ম ইনিংস ৮৫/১০
ডেনলি ২৩, কারান ১৮
মুরতাগ ৫/১৩, অ্যাডাইর ৩/৩৫, র্যাঙ্কিং ২/৫।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।