Scores

আইসিসির অনুরোধ ফিরিয়ে দিলো বিসিসিআই

আগামী এপ্রিল থেকে ভারতে শুরু হতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ৭ এপ্রিলে পর্দা উঠবে টুর্নামেন্টটির, চলবে দেড় মাসের মতো। আইপিএলের মাঝেই কলকাতায় বসবে আইসিসির সভা। আইসিসির বার্ষিক সভা চলবে ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

শ্রীলঙ্কায় যাচ্ছেন না ৫ ভারতীয় সেরা খেলোয়াড়!

আইসিসির সভা চলাকালীন সেই সময় চলবে আইপিএলও। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে  আইসিসি অনুরোধ করেছিল যাতে করে প্রত্যেকটি সদস্য অন্তত একটি ম্যাচ মাঠে উপস্থিত থেকে দেখতে পারে। বিপত্তি বেঁধেছে সেখানেই। আইসিসির সভা চলাকালীন সময়ে কোন হোম ম্যাচ নেই কলকাতা নাইট রাইডার্সের।

Also Read - নিদাহাস ট্রফিতে সাব্বির-কায়েসকে নেওয়ার কারণ ব্যাখ্যা


২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জয়পুর, হায়দরাবাদ, ইন্ডোর, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে। তাছাড়াও তার ছয়দিনের মাঝেও কলকাতার কোন হোম ম্যাচ নেই। বিসিসিআইয়ের কাছে আইসিসি অনুরোধ করেছিলো, সেই সময়ে সূচি পরিবর্তন করে একটি ম্যাচ কলকাতায় আয়োজন করতে। কিন্তু আইসিসির এই অনুরোধ নাকজ করে বিসিসিআই।

এটা নিয়ে  বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “আইসিসি এমন একটা অনুরোধ করেছিল। তারা চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল এর একটি ম্যাচ দেখতে পারে। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআর এর ইডেনে। তাছাড়া, আইপিএল এর একটা ম্যাচের সময় এদিক  ও দিক করতে গেলেই পুরো সূচির ওপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হয়নি।”

শঙ্কা রয়েছে আইসিসি বার্ষিক সভায় পিসিবি চেয়ারম্যানের আসা নিয়েও। দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যার কারণে ভিসা জটিলতায় পড়তে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। এই সভায় যদি ভিসার কারণে না উপস্থিত হতে পারেন তাহলে প্রশ্ন উঠতে পারে আগামী এশিয়া কাপে পাকিস্তান দলকে নিয়ে।

উল্লেখ্য, এবারের আইপিএলে দল পেয়েছেন দুই বাংলাদেশি। দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজকে হায়দরাবাদ ছেড়ে দেওয়াতে নতুন ঠিকানা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে।

আরও পড়ুনঃ নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”