Scores

আইসিসির কঠোর নজরদারিতে ১২ জুয়াড়ি

ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এই আসরকে বিতর্ক মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তাই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ১২ জুয়াড়িকে কঠোর নজরদারিতে রেখেছে ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।

ক্রিকেটে জুয়াড়িদের আসর নতুন কিছু নয়। এটি হারহামেশাই হয়ে আসছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় জুয়াড়িদের রমরমা ব্যবসা হয়। এই জুয়াড়িদের ফাঁদে পড়তে পারেন অনেক ক্রিকেটারই। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

Also Read - পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন না সাকিব!


যেখানে টি-টোয়েন্টিতে জুয়াড়িদের মেলা বসে সেখানে ক্রিকেটের এই বড় আসরে বসবে না তা কী করে হয়! তবে সেটি যাতে না হয় সেই ব্যবস্থা করেছে ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ১২ জুয়াড়িকে টার্গেট করে তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির দুর্নীতি দমন কমিশনের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শেল।

“আমি তাদেরকে উকিল নোটিশ পাঠানোর পাশপাশি ফোন কল ও হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। টুর্নামেন্টে তাদেরকে যদি মাঠে দেখা যায় তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হবে। যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা ও পুলিশের কাছে আমরা তাদের সম্পর্কীত বিস্তারিত তথ্য প্রদান করেছি।”

বিশ্বকাপকে বিতর্ক মুক্ত রাখতে সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি বললেন মার্শেল। এছাড়াও কোন ক্রিকেটার যাতে কোন জুয়াড়ির ফাঁদে পা নে দেয় সে জন্য প্রত্যেক দলের সাথে আইসিসির পক্ষ থেকে একজন করে কর্মকর্তা পাঠানো হয়েছে বলে জানান মার্শাল। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা চালানো হচ্ছে জানিয়েছেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিউজিল্যান্ডে চলে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ!

ফিক্সিং সন্দেহে আইসিসির তীক্ষ্ণ দৃষ্টিতে ‘৩’ শ্রীলঙ্কান ক্রিকেটার

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

ঝুলে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ

আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক