Scores

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ায় আইসিসির চেয়ারম্যান পদে দেখা যাবে নতুন কাউকে। ক্রিকেট বিশ্বে জোর গুঞ্জন, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় পদ নিতে পারেন সৌরভ গাঙ্গুলি। গুঞ্জন ডালপালা মেলতে থাকলেও এতদিন সৌরভের ভাষ্য জানা যায়নি। তবে এবার মুখ খুলেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি।

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

সৌরভ জানিয়েছেন, তার আইসিসির চেয়ারম্যান হওয়ার ইচ্ছাটাও নির্ভর করছে বিসিসিআইয়ের অনুমতির উপর। এসিসির মত আঞ্চলিক সংস্থার প্রধানের আসনে বসলে বোর্ডের দায়িত্ব ছাড়তে হয় না। কিন্তু এখন আইসিসির প্রধানের দায়িত্ব নিলে ছাড়তে হবে নিজের বোর্ডের দায়িত্ব। অর্থাৎ, সৌরভকে ছাড়তে হবে বিসিসিআই প্রধানের দায়িত্ব।

Also Read - খেলা বন্ধের কারণ যখন 'টাইগার'


তিনি জানান, ‘আইসিসিতে নিয়ম নেই একইসাথে দুইটা পদে থাকার। এই পর্যায়ে বিসিসিআই ছেড়ে যাওয়া উচিৎ হবে কি না আমি জানি না। বা অনুমতি দেওয়া হবে কি না তাও জানি না। আমার কোনো তাড়াহুড়া নেই। আমার বয়স তো এত বেশি হয়নি। এগুলো সম্মানের কাজ, জীবনে একবারই করতে পারব।’

বিসিসিআইয়ের দায়িত্ব পাওয়ার বেশিদিন হয়নি। তার নেতৃত্বে ভারতের ক্রিকেটের নতুন যুগের সুচনাও দেখছেন অনেকে। সৌরভ তাই আপাতত বোর্ডের জন্যই খেটে যেতে চান বলে ইঙ্গিত। তিনি বলেন, ‘খেলাধূলার ক্ষেত্রে বাকিদের থেকে আমার বেশি জানারই কথা, খেলোয়াড় হিসেবে। কারণ, সারা জীবন খেলেই কাটিয়েছি আর সেটাই বাস্তব। আইসিসি বা এসিসি, যেখানেই যাই না কেন, আসল হল বোর্ডের প্রতিনিধিত্ব করা। সেই কারণেই সিদ্ধান্তটা সবার মধ্যে থেকে আসতে হবে।’


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

আইসিসির প্রধান পদের ভোটাভুটি নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

আইসিসির ‘কল টু আর্টে’ জায়গা করে নিলেন দুই বাংলাদেশি

ব্রডকে শাস্তি দিলেন ম্যাচ রেফারি বাবা

জনপ্রিয়তায় ফুটবলকে ছাড়িয়ে গেল ক্রিকেট!